ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা জল্পনা। অনেকেই ধারণা করতে শুরু করেন যে কোহলি হয়তো ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন।
তৃতীয় একদিনের ম্যাচের আগে সেই জল্পনা আরও বেড়ে যায় যখন তাঁর প্রাক্তন সতীর্থ পার্থিব প্যাটেল দ্বিতীয় ওয়ানডের পর এক্স (X)-এ টুইট করেন, “Sydney it is!!” অনেকে মনে করেন, এই টুইটটি হয়তো কোহলির ওয়ানডে অবসরের ইঙ্গিত দিচ্ছে।
advertisement
তবে শুক্রবার, ২৪ অক্টোবর, প্যাটেল নিজেই এই গুজবের ইতি টানেন। এক ভক্ত তাঁকে জিজ্ঞেস করেন তাঁর পোস্টটি কি কোহলির অবসর নিয়ে ছিল? উত্তরে তিনি স্পষ্টভাবে জানান, “Not at all!!” অর্থাৎ একদমই না। এতে নিশ্চিত হয় যে কোহলি ওয়ানডে ক্রিকেট ছাড়ছেন না।
আরও পড়ুনঃ Virat Kohli: ১৭ বছরের ক্রিকেট কেরিয়ারের প্রথমবার! এমন ‘লজ্জা’ এর আগে কখনও হয়নি কোহলি
ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ কোহলি ইতিমধ্যেই টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায় নেন এবং ২০২৫ সালের ১২ মে টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়ান। বর্তমানে তিনি ওয়ানডে ক্রিকেটে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
