TRENDING:

‘আজ আমায় নয়, ওঁর দিন ওঁকে দেখান’ ক্যামেরাম্যানকে কখন এ কথা বললেন বিরাট কোহলি

Last Updated:

নিজেকে সরিয়ে অন্যকে বড় করে দেখাতে পারেন - তাই তাঁর নাম কিং কোহলি...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিরাট কোহলি জানেন ম্যাচ কী করে পরিচালনা করা হয়৷ দলের জন্য তিনি যা খুশি দিতে পারেন, সবকিছু করতে পারেন৷ কোহলি ৷ তবে কতটা মহান ক্রিকেটার তিনি তার ধারণা পাওয়া যাবে না যদি না প্লেয়ারদের ড্রেসিংরুমের সিক্রেট গল্প না জানতে পারেন৷ তরুণ ক্রিকেটারদের তিনি এতটা মোটিভেট করতে পারেন তা না বললে কেউ বিশ্বাস করবেন না৷ বিরাট কোহলি দেখেন তরুণ ক্রিকেটররা নিজের জায়গা থেকে আরও অনেকটা বড় লাফ দিতে পারেন৷ গাইড , মেন্টর, ক্যাপ্টেন সব হিসেবে তিনি একেবারে নেতৃত্ব দেন তরুণ তুর্কিদের৷ কোহলি জানেন কাকে কি বললে তাঁর থেকে সেরাটা বার করে আনতে পারবেন৷ এখন তিনি আর আরসিবি-র অধিনায়ক নেই, কিন্তু তিনি এমন একটা দ্বিতীয় ১১ তৈরি করে ফেলেছেন যাঁরা যে কোনও আন্তর্জাতিক ক্রিকেট টিমকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন৷
Virat Kohli Gesture- Photo Courtesy-  (RCB/Twitter)
Virat Kohli Gesture- Photo Courtesy- (RCB/Twitter)
advertisement

ভারতীয় দলের ক্রিকেটার হোক বা আইপিএলের কোহলি কোনওদিন তরুণ ক্রিকেটারদের সুযোগ ও পারফর্ম করার প্ল্যাটফর্ম দিতে পিছপা হন না৷ এরকমই এক গল্প জানিয়েছেন আরসিবি-র দেবদত্ত পাডিক্কাল৷ ২০২০ তে অধিনায়ক বিরাট কোহলি তাঁর ওপর আস্থা রেখেছিলেন আর তার ফল স্বরূপ তিনি ৪৭৩ রান করেছিলেন৷ তিনি দ্বিতীয় ব্যাটসম্যান ছিলেন যিনি আইপিএলের আত্মপ্রকাশের বছরেই ৪০০-র বেশি রান করলেন৷

advertisement

আরও পড়ুন - IPL 2022: হাতে ধরা দীনেশ কার্তিকের ক্যাচ, তারপরে ধাঁই করে মাঠে পড়ে গেলেন জাদেজা, কেন?

দেবদত্ত পাডিক্কা ২০২১ সালেও ধারা বজায় রেখে ৪১১ রান করেন এবং তাতে ছিল আইপিএল সেঞ্চুরি৷ আরসিবি-র তরুণ তুর্কি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১০১ রান করেছিলেন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০ উইকেটে জিতেছিল৷ ম্যাচের পর বিরাট কোহলির কাজে অবাক হয়ে গিয়েছিলেন আরসিবি-র তরুণ পারফরমার৷

advertisement

আরও পড়ুন - EMI Hike: মাথায় হাত! অগাস্ট থেকে বাড়তে পারে আপনার লোনের EMI, কী ভাবছে আরবিআই

দেবদত্ত পাডিক্কাল বলেছেন, ‘‘একটা জিনিস আমার পরিষ্কার মনে রয়েছে বিরাট কোহলিকে ক্যামেরা ফলো করছিল৷ তিনি ক্যামেরাম্যানকে বললেন ওঁর কাছে যাও (দেবদত্ত)৷ ও আজকের প্রধান খেলোয়াড়৷’’ দেবদত্ত পাডিক্কালের সরল স্বীকারোক্তি আজও ওই কথাগুলো মনে করলে দারুণ অনুভূতি হয়৷ রেড বুলস গ্রেটনেস স্টার্টস হিয়ার অনুষ্ঠানে কথা বলার সময় অকপট ভাবে জানিয়েছেন তিনি৷ ভিডিও শেয়ার করেছে ক্রিকট্র্যাকার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

তিনি আরও বলেন, ‘‘আমি ওই দিনটার বিষয়ে প্রায় সব মনে করতে পারি৷ আমি জীবনে ভাবিনি ২০ বছরে এটা হবে৷ আমি আইপিএলে শতরান করতে পারব৷ তাও আবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে৷ এত ইতিহাস আছে এই মাঠের সঙ্গে৷ বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স এবং আরও ক্রিকেটাররা যা করেছেন অবিশ্বাস্য৷’’

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
‘আজ আমায় নয়, ওঁর দিন ওঁকে দেখান’ ক্যামেরাম্যানকে কখন এ কথা বললেন বিরাট কোহলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল