বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2021) পর রাহুল দ্রাবিড় হেডকোচ (Rahul Dravid New Coach) নিযুক্ত হয়েছেন৷ তিনি জানিয়েছেন ওই দিকে কী হচ্ছে তাঁর বিষয়ে তার কাছে কোনও খবর নেই৷ ভারত অধিনায়ক সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে রবহিবার থেকেই শুরু হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ৷ লিগ স্টেজের ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে কোচ নিয়ে নিজের এই মত জানান কোহলি (Virat Kohli) ৷
advertisement
রাহুল দ্রাবিড় ভারতীয় এ দল এবং অনুর্ধ্ব ১৯ দলের সঙ্গে যুক্ত ছিলেন৷ ভারতের সর্বকালীন সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম রাহুল দ্রাবিড় ৪৮ বছরের৷ তিনি গত ৬ বছর ধরে ইন্ডিয়া এ, অনুর্ধ্ব ১৯ দলের দায়িত্ব সামলাচ্ছেন৷ তাঁর হাতেই ঋষভ পন্থ, আবেশ খান, পৃথ্বী শ, হনুমা বিহারী, শুভমান গিলের মতো ক্রিকেটাররা আন্তর্জাতিক স্তরে পা রেখেছেন৷ দ্রাবিড় বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) প্রধান৷
আরও পড়ুন - Explained: প্রতিনিয়ত কী ভাবে বাড়ছে বায়ু দূষণ? কেন নতুন নির্দেশিকা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?
দ্রাবিড় টিম ইন্ডিয়ার এই দায়িত্ব নেওয়ার জন্য প্রাথমিকভাবে তৈরি ছিলেন না৷ কিন্তু আইপিএল চলকালীন সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহের সঙ্গে বৈঠকের পর তিনি এই দায়িত্ব নেওয়ার জন্য নিজের সম্মতির কথা জানান৷
দ্রাবিড় তৃতীয়বার ভারতীয় দলের সঙ্গে যুক্ত হলেন
দ্রাবিড় যদি ভারতীয় ক্রিকেট দলের কোচ সরকারিভাবে ঘোষিত হন তাহলে এটা তাঁর তৃতীয় সুযোগ হবে৷ ২০১৪ সালে তিনি প্রথমবার ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হন৷ তখন তিনি ভারতীয় দলের ব্যাটিং কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছিলেন৷ ভারতীয় দস সে সময় ইংল্যান্ড সফরে গিয়েছিলেন৷ এই বছর প্রধান কোচ রবি শাস্ত্রীর কোচিংয়ে খেলেছিল৷ এছাড়া দ্রাবিড়ের কোচিংয়ে ও শিখর ধাওয়ানের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরেও তিনি গিয়েছিলেন৷ সেখানে ভারত একদিনের সিরিজ জিতেছিল৷