TRENDING:

Rahul Dravid ভারতীয় ক্রিকেট দলের কোচ! কিছুই জানেন না Virat Kohli

Last Updated:

ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক বিরাট কোহলি -র (Virat Kohli) মত অনুযায়ি এই সিদ্ধান্তের বিষয়ে তিনি কিছু জানেন না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সব ঠিক চললে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup 2021) প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়  (Rahul Dravid New Coach) টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হচ্ছেন৷ একদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের কোচ হবে রাহুল দ্রাবিড় খবরটি সামনে এসেছে৷ তবে বিসিসিআই ও রাহুল দ্রাবিড় কোনও পক্ষের থেকেই কোনও বিবৃতি এখনও সামনে আসেনি৷ রাহুল দ্রাবিড় আগে জানিয়েছিলেন তিনি এই দায়িত্ব নেওয়ার জন্য তৈরি নন৷ কিন্তু বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়  (Sourav Ganguly)  এই বিষয়ে রাহুল দ্রাবিড়কে বোঝানোর পর ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিতে রাজি হয়েছেন তিনি৷ ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক বিরাট কোহলি -র (Virat Kohli) মত অনুযায়ি এই সিদ্ধান্তের বিষয়ে তিনি কিছু জানেন না৷
Virat Kohli said that he have no idea on Rahul Dravid being head coach of Indian Cricket Team
Virat Kohli said that he have no idea on Rahul Dravid being head coach of Indian Cricket Team
advertisement

বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2021) পর রাহুল দ্রাবিড় হেডকোচ (Rahul Dravid New Coach)  নিযুক্ত হয়েছেন৷ তিনি জানিয়েছেন ওই দিকে কী হচ্ছে তাঁর বিষয়ে তার কাছে কোনও খবর নেই৷ ভারত অধিনায়ক সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে রবহিবার থেকেই শুরু হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ৷ লিগ স্টেজের ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে কোচ নিয়ে নিজের এই মত জানান কোহলি (Virat Kohli) ৷

advertisement

আরও পড়ুন- ICC T20 World Cup 2021: Ind vs Pak: টি টোয়েন্টি বিশ্বকাপের মেগা ম্যাচে কেমন হবে ভারতের প্রথম একাদশ, বিরাট কী ভাবছেন

রাহুল দ্রাবিড় ভারতীয় এ দল এবং অনুর্ধ্ব ১৯ দলের সঙ্গে যুক্ত ছিলেন৷ ভারতের সর্বকালীন সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম রাহুল দ্রাবিড় ৪৮ বছরের৷  তিনি গত ৬ বছর ধরে ইন্ডিয়া এ, অনুর্ধ্ব ১৯ দলের দায়িত্ব সামলাচ্ছেন৷ তাঁর হাতেই ঋষভ পন্থ, আবেশ খান, পৃথ্বী শ, হনুমা বিহারী, শুভমান গিলের মতো ক্রিকেটাররা আন্তর্জাতিক স্তরে পা রেখেছেন৷ দ্রাবিড় বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) প্রধান৷

advertisement

আরও পড়ুন - Explained: প্রতিনিয়ত কী ভাবে বাড়ছে বায়ু দূষণ? কেন নতুন নির্দেশিকা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

দ্রাবিড় টিম ইন্ডিয়ার এই দায়িত্ব নেওয়ার জন্য প্রাথমিকভাবে তৈরি ছিলেন না৷ কিন্তু আইপিএল চলকালীন সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহের সঙ্গে বৈঠকের পর তিনি এই দায়িত্ব নেওয়ার জন্য নিজের সম্মতির কথা জানান৷

advertisement

দ্রাবিড় তৃতীয়বার ভারতীয় দলের সঙ্গে যুক্ত হলেন

দ্রাবিড় যদি ভারতীয় ক্রিকেট দলের কোচ সরকারিভাবে ঘোষিত হন তাহলে এটা তাঁর তৃতীয় সুযোগ হবে৷ ২০১৪ সালে তিনি প্রথমবার ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হন৷ তখন তিনি ভারতীয় দলের ব্যাটিং কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছিলেন৷ ভারতীয় দস সে সময় ইংল্যান্ড সফরে গিয়েছিলেন৷ এই বছর প্রধান কোচ রবি শাস্ত্রীর কোচিংয়ে খেলেছিল৷ এছাড়া দ্রাবিড়ের কোচিংয়ে ও শিখর ধাওয়ানের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরেও তিনি গিয়েছিলেন৷ সেখানে ভারত একদিনের সিরিজ জিতেছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Rahul Dravid ভারতীয় ক্রিকেট দলের কোচ! কিছুই জানেন না Virat Kohli
Open in App
হোম
খবর
ফটো
লোকাল