এই সিরিজে ২২ বছর বয়সী এক বোলার বিরাট কোহলির জন্য বড় টেনশন হয়ে দাঁড়িয়েছেন। সিরিজের তিন ম্যাচে এখনও পর্যন্ত ৩ বার বিরাটকে আউট করেছেন এই বোলার।
আরও পড়ুন- জাদেজা ম্যাজিক, চার উইকেট হারালেও প্রথম দিনের শেষে লিড অস্ট্রেলিয়ার!
বর্ডার-গাভাস্কার ট্রফিতে বিরাট কোহলি অফ স্পিনার টড মারফিকে সামলাতে হিমশিম খেয়েছেন। এই সিরিজে ২২ বছর বয়সী টড মারফি ক্রমাগত বিরাট কোহলিকে আউট করে চলেছেন। এমনকী ইনদউর টেস্টের প্রথম ইনিংসেও বিরাটকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন টড মারফি।
advertisement
ইনদউর টেস্টে বিরাট কোহলি ভারতের ইনিংস সামলানোর চেষ্টা করছিলেন। কিন্তু টড মারফির দুর্দান্ত বোলিংয়ে তিনি প্রথম ইনিংসে ৫২ বলে মাত্র ২২ রান করতে পারেন।
ভারতীয় ইনিংসের ২২তম ওভারে বল করতে আসেন টড মারফি। তাঁর ওভারের চতুর্থ বলটি সরাসরি কোহলির পায়ে লেগে যায়। তিনি এলবিডব্লিউ আউট হন। এর পর কোহলি রিভিউ নিলেও তাঁকে আউট ঘোষণা করা হয়।
এই সিরিজ থেকেই টড মারফি তাঁর আন্তর্জাতিক টেস্ট কেরিয়ার শুরু করেছেন। নিজের প্রথম ম্যাচেই বিরাট কোহলিকে আউট করেন তিনি। নাগপুর টেস্টের পর দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসেও বিরাট কোহলির উইকেট নিয়েছিলেন টড মারফি।
আরও পড়ুন- আইপিএল মাঠে বসে দেখেননি কখনও? ১০০ টাকায় টিকিট এবার, সেরা সুযোগ
বিরাট কোহলি এখনও পর্যন্ত মারফির ৮৩ বলের মোকাবিলা করেছেন। করেছেন মাত্র ৩৯ রান। বিরাট এই সিরিজে এখনও পর্যন্ত চারটি ইনিংস খেলেছেন। তিনি একবারও এখনও পর্যন্ত হাফ সেঞ্চুরি করতে পারেননি।