আইপিএল মাঠে বসে দেখেননি কখনও? ১০০ টাকায় টিকিট এবার, সেরা সুযোগ

Last Updated:

wpl ticket price: ১০০ টাকায় আইপিএলের টিকিট! এবারই কিন্তু সেরা সুযোগ মাঠে বসে খেলা দেখার!

কলকাতা: অনেকেই মনে করছেন, ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জেতার পর এদেশে মহিলা ক্রিকেটের চেহারা বদলছে। আর তার প্রমাণ, এবার মেয়েদের আইপিএলের জাঁকজমকপূর্ণ আয়োজন।
মেয়েদের আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এরই মধ্যে ডব্লিউপিএল -এর ব্য়াপারে একাধিক আপডেট দিল বিসিসিআই। জানানো হল, উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন! টিকিটের ব্যাপারেও আপডেট দেওয়া হল।
আরও পড়ুন- Ind vs Aus: পিচে বল ঘুরছে বাঁই বাঁই করে, অজি স্পিনের ছোবলে কাত ভারতের টপ অর্ডার
উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম ম্যাচ ৪ মার্চ। বিসিসিআই-এর আপডেট অনুযায়ী, মেয়েদের আইপিএলের ন্যুনতম মূল্য বেশ কম। বিসিসিআই উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম মরশুমে দর্শদের বিনামূল্যে খেলা দেখার সুযোগ দিতে পারে বলে জল্পনা ছিল। তবে এখন জানা যাচ্ছে, টিকিটের মূল্য ১০০ টাকা থেকে শুরু।
advertisement
advertisement
উইমেন্স প্রিমিয়র লিগে দর্শক টানতে ভারতীয় ক্রিকেট বোর্ড টিকিটের মূল্য রাখল নামমাত্র। বিসিসিআইয়ের টিকিট পার্টনার বুক মাইশ শো-এর ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে পারবেন দর্শকরা। জিও সিনেমা অ্যাপে বিনামূল্যে দেখা যাবে উইমেন্স প্রিমিয়র লিগের সব ম্যাচ। ম্যাচের সরাসরি সম্প্রচার স্পোর্টস-১৮ চ্যানেলে।
গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে মুখোমুখি হবে। ২৬ মার্চ মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে ফাইনাল। মুম্বইয়ের ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে সব ম্যাচ। লিগ পর্যায়ে মোট ২০টি এবং ২টি প্লে-অফ ম্যাচ হবে।
advertisement
আরও পড়ুন- আশঙ্কাই সত্যি কেএল রাহুল বাদ, দেখে নিন ভারত বনাম অস্ট্রেলিয়ার টসের মুহূর্ত
বলিউডের দুই নায়িকা কিয়ারা আডবানি ও কৃতি শ্যানন উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিকেল চারটে নাগাদ স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে দর্শকদের জন্য।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএল মাঠে বসে দেখেননি কখনও? ১০০ টাকায় টিকিট এবার, সেরা সুযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement