Ind vs Aus: আশঙ্কাই সত্যি কেএল রাহুল বাদ, দেখে নিন ভারত বনাম অস্ট্রেলিয়ার টসের মুহূর্ত
- Published by:Debalina Datta
Last Updated:
Ind vs Aus: দলের প্রথম একাদশে জায়গা হয়নি দক্ষিণ আফ্রিকা সিরিজের অধিনায়ক তথা ওপেনার কেএল রাহুুলের৷
ইনদওর: রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল এবং স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ইনদওরের হোলকার স্টেডিয়ামে আজ তৃতীয় টেস্ট খেলতে নামল৷ বর্ডার গাভসকর ট্রফির ৪ ম্যাচের মধ্যে ইতিমধ্যেই ২টি টেস্ট জিতে ভারত ২-০ এগিয়ে রয়েছে৷ বুধবারও ভারতীয় দল টসে জিতেছে৷ টসে জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন৷
এদিকে দলের প্রথম একাদশে জায়গা হয়নি দক্ষিণ আফ্রিকা সিরিজের অধিনায়ক তথা ওপেনার কেএল রাহুুলের৷ তাঁর বদলে দলে জায়গা করে নিয়েছেন টিমের তরুণ তুর্কি শুভমান গিল৷ এদিকে মহম্মদ শামির বদলে রয়েছেন উমেশ যাদব৷
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের দল -
শুভমান গিল (Subhman Gill), রোহিত শর্মা (Rohit Sharma) (অধিনায়ক), চেতেশ্বর পূজারা (Cheteswar Pujara), বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়স আইয়ার (Shreyash Iyer), রবিন্দর জাদেজা (Ravindra Jadeja), কেএস ভারত (KS Bharat) , রবিচন্দ্রন অশ্বিন (Ravichandra Ashwin), অক্ষর প্যাটেল (Axar Patel), উমেশ যাদব (Umesh Yadav), মহম্মদ সিরাজ (Mohammed Siraj)৷
advertisement
advertisement
🚨 Team News 🚨
2️⃣ changes for #TeamIndia as Shubman Gill & Umesh Yadav are named in the team. #INDvAUS | @mastercardindia Follow the match ▶️ https://t.co/xymbrIdggs Here's our Playing XI 🔽 pic.twitter.com/8tAOuzn1Xp — BCCI (@BCCI) March 1, 2023
advertisement
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক রোহিতের৷ দেখুন টসের ভিডিও
🚨 Toss Update from Indore 🚨#TeamIndia have elected to bat against Australia in the 3⃣rd #INDvAUS Test.
Follow the match ▶️ https://t.co/xymbrIdggs@mastercardindia pic.twitter.com/qy7tRSIHS0 — BCCI (@BCCI) March 1, 2023
advertisement
আসন্ন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারত খেলবে? অন্যদিকে এই টেস্ট জিতে সিরিজে পাল্টা প্রত্যাঘাত দেওয়ার মেজাজে রয়েছে ক্যাঙ্গারু দল। যদিও এটা তার জন্য সহজ হবে না। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় একাদশে ফিরেছেন শুভমান গিল ও উমেশ যাদব।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 9:44 AM IST