তাঁর সেরা -র সেরা পারফরম্যান্স ২২ গজে তাঁর দাপটের কথা ভেবে ফ্যানরা তাঁকে ট্যুইটারে সর্বকালীন সেরা অর্থাৎ ‘GOAT’ আইকনে ভূষিত করেন৷ ৩৩ বছরের ভারতীয় তারকাকে দেওয়া হয়ে এই পরিচিত চিহ্ন #ViratKohli𓃵 ৷
আরও পড়ুন - Earn Money: ডিজিটাল গোল্ডে কেন বিনিয়োগ করবেন? দেদার টাকা ছাড়াও রয়েছে কারণ
advertisement
ভারতের নেট দুনিয়ার এটা টপ ট্রেন্ডিং হ্যাশট্যাগ হয়ে যায়৷ দেখে নিন এই হ্যাশট্যাগের কয়েকটি ট্যুইট দেখে নিন৷
২২ গজে বিরাট কার্যত রাজার মতোই আধিপত্য দেখিয়েছেন৷ দিল্লির ছেলে শুধু ক্রিকেটার হয়েই নয় একেবারে অধিনায়ক হয়েও তিনি সাফল্য পেয়েছেন আকাশ ছোঁয়া৷
বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে দিল্লি -র ছেলে বিরাট কোহলি ২০০৮ -র অগাস্টে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে খেতাব জিতিয়েছিলেন৷ ধোনি-যুবি-গম্ভীরদের সাফল্যের সময় যখনই সুযোগ পেয়েছেন তখনই জাত চিনিয়েছেন৷ ভারতীয় ক্রিকেটের প্রথম একাদশে সুযোগ নয় নিজেকে অত্যন্ত প্রয়োজনীয় অংশ হয়ে উঠেছেন৷