আইপিএল জয়ের পর বুধবার ভোরে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হন বিরাট কোহলি। একটি পোস্টের মাধ্যমে তিনি তাঁর দলেরই এক খেলোয়াড়কে মজা করে কটাক্ষ করেন। তাঁকে ‘ডায়াপার বদলানোর’ পরামর্শ দেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। আসলে, বিরাট কোহলি তার সতীর্থ ফিল সল্টকে উদ্দেশ করে বলেন, “সাবাশ বন্ধু… এখন ফিরে গিয়ে তোমার ঝামেলায় মন দাও এবং ডায়াপার বদলানোর জন্য প্রস্তুত হও।” পুরোটাই মজের ছলে বলেন কোহলি। কারণ, ফিল সল্ট মাত্র দুই দিন আগে বাবা হয়েছেন। তাঁর স্ত্রী সদ্য একটি সন্তানের জন্ম দিয়েছেন।
advertisement
প্রসঙ্গত, ফাইনাল ম্যাচে ফিল সল্টের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। মাত্র ১৬ রান করেই তিনি আউট হয়ে যান। তবে জয় নিশ্চিত হওয়ার মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি বিরাট। মাঠেই হাঁটু গেড়ে বসে পড়ে চোখের জল ফেলেন। সেই দৃশ্য দেখে আরসিবি ভক্তদের চোখেও জল আসে। তিনবার ফাইনালে হেরে যাওয়ার যন্ত্রণাও যেন মিলিয়ে যায় এই আনন্দের অশ্রুতে।
আরও পড়ুন: Krunal Pandya: ফাইনালে এমন বিশ্বরেকর্ড গড়লেন ক্রুণাল পান্ডিয়া, যা আইপিএলের ইতিহাসে কারও নেই
ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, আরসিবি প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে তোলে ১৯০ রান। যার মধ্যে বিরাট কোহলি ৩৫ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জবাবে রান তাড়া করতে নেমে ৬ রান দূরে থামে পঞ্জাব কিংস।