নতুন রেস্তরাঁ খুলেছেন বিরাট। এখন তিনি রেস্তরাঁ-মালিক। গান গাইলেন। খাবার পরিবেশন করলেন। আর তাঁর অতিথি মণীশ পাল। তাঁর রেস্তরাঁয় এসে ঘুরে দেখলেন কমেডিয়ান। তার পরে খাবারও চেখে দেখলেন তিনি। কী কী ধরনের খাবার পাওয়া যাবে, তা-ও জানালেন বিরাট।
আরও পড়ুন: হাত নেড়ে একেবারে ঝগড়ুটি যেন! কী বলছেন অনুষ্কা শর্মা, ভাইরাল ভিডিও
advertisement
মণীশের সঙ্গে আড্ডা দিতে দিতে কিশোর কুমারের 'মেরি মেহবুবা' গেয়ে শোনালেন। মণীশকে আবার চপস্টিক দিয়ে খাবার খাওয়ার কথা বললেন। কিন্তু মণীশ বলে কথা! তাঁর কাণ্ড দেখে হেসে উঠলেন বিরাট। চপস্টিক দিয়ে খাবার তুললেন বটে, কিন্তু পরমুহূর্তে হাত ব্যবহার করে মুখে ঢোকালেন খাবার। চপস্টিক দিয়ে খাবার খাওয়া অত সহজ নাকি!
মুম্বইয়ের জুহুতে কিশোর কুমারের বাংলো 'গৌরী কুঞ্জ' এখন বিরাট কোহলির ঝা চকচকে রেস্তরাঁ৷ বাংলোর একাংশ লিজ নেওয়ার সময় কিছু দিন আগেই শিরোনামে এসেছিল সেই খবর৷ এ বার অনুরাগীদের জন্য রেস্তরাঁর বিভিন্ন ঝলক শেয়ার করলেন কোহলি৷
আরও পড়ুন: কিশোর কুমারের বাংলো গৌরী কুঞ্জে তৈরি হচ্ছে কোহলির বিলাসবহুল রেস্তরাঁ, দেখুন ছবি
প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন তিনি নিজের কিশোরকুমারের গানের বড় ভক্ত৷ গায়কের বাংলোয় তাঁর ‘ওয়ান এইট কমিউন’ রেস্তরাঁয় থাকবে সব রকমের খাবার৷ ৮ অক্টোবর থেকে জুহুতে খুলেছে এই রেস্তরাঁ।