ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এশিয়া কাপ ফাইনাল শেষে মাঠে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ক্রিকেটারদের একটি গ্রুপ। সেখানে রয়েছেন বিরাট কোহলি, ইশান কিশান, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব সহ অন্যান্যরা। তখন বিরাট কোহলির হাঁটা-চলা ও শরীরী ভাষা নকল করে দেখাতে বলা হয় ইশান কিশানকে। তা মজার ছলেও করেও দেখান ইশান। কীভাবে বিরাট হাঁটেন, হাঁটার সময় ঘাড় কীভাবে এদিক-ওদিক করেন পুরোটাই দেখান। যা দেখে হাসতে দেখা যায় বিরাট সহ অন্যান্য ক্রিকেটারদের।
advertisement
এবার সব ক্রিকেটাররা মিলে বিরাট কোহলিকে ধরেন ইশান কিশানের নকল করে দেখানোর জন্য। বিরাট খুব কম সময় হলেও ইশানের নকল করার চেষ্টা করেন। যা দেখে হেসে লুটোপুটি খান সকলেই। এরপরই আবার বিরাট কোহলি নকল করে মাঠের বেশ কিছুটা অংশ হাঁটেন ইশান কিশান। ইশান ও কোহলির একে অপরকে নকল করার এই মজাদার ভিডিও নেট দুনিয়ায় মুহূর্তে ঝড় তোলে।
আরও পড়ুনঃ Mohammed Siraj: সিরাজের আগুনে স্পেলে কাবু বলি সুন্দরীরা, শুধু রেগে লাল শ্রদ্ধা কাপুর! কারণটা কী
প্রসঙ্গত, এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। কিন্তু সেই সিদ্ধান্ত পুরো বুমেরাং হয়। ১৫.২ ওভারে ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ সিরাজ ৬টি, হার্দিক পান্ডিয়া ৩টি ও জসপ্রীত বুমরাহ ১টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৬.১ ওভারে ১০ উইকেট ম্যাচ জিতে নেয় ভারত। ২৭ রান করে শুভমান গিল ও ২৩ রান করে ইশান কিশান অপরাজিত থাকেন। এই নিয়ে অষ্টমবার এশিয়া সেরা হল ভারত।