Mohammed Siraj: সিরাজের আগুনে স্পেলে কাবু বলি সুন্দরীরা, শুধু রেগে লাল শ্রদ্ধা কাপুর! কারণটা কী

Last Updated:
Mohammed Siraj: এশিয়া কাপের ফাইনালে মহম্মদ সিরাজের বিদ্ধংসী স্পেলে সন্পূর্ণ বেলাইন হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় দাসুন শানাকার দল। ১৫.২ ওভারে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। একাই ৬ উইকেট নেন মহম্মদ সিরাজ।
1/6
এশিয়া কাপের ফাইনালে মহম্মদ সিরাজের বিদ্ধংসী স্পেলে সন্পূর্ণ বেলাইন হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় দাসুন শানাকার দল। ১৫.২ ওভারে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। একাই ৬ উইকেট নেন মহম্মদ সিরাজ।
এশিয়া কাপের ফাইনালে মহম্মদ সিরাজের বিদ্ধংসী স্পেলে সন্পূর্ণ বেলাইন হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় দাসুন শানাকার দল। ১৫.২ ওভারে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। একাই ৬ উইকেট নেন মহম্মদ সিরাজ।
advertisement
2/6
মাত্র ৫১ রানের টার্গেট ৬.১ ওভারেই করে ফেলে ভারতীয় দল। ১০ উইকেটে ম্যাচ জিতে অষ্টমবার এশিয়া সেরা হয় ভারত। ১০০ ওভারের ম্যাচ শেষ হয়ে যায় ২১.৩ ওভারে। আগুনে স্পেলের সুবাদে ফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হন মহম্মদ সিরাজ।
মাত্র ৫১ রানের টার্গেট ৬.১ ওভারেই করে ফেলে ভারতীয় দল। ১০ উইকেটে ম্যাচ জিতে অষ্টমবার এশিয়া সেরা হয় ভারত। ১০০ ওভারের ম্যাচ শেষ হয়ে যায় ২১.৩ ওভারে। আগুনে স্পেলের সুবাদে ফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হন মহম্মদ সিরাজ।
advertisement
3/6
সিরাজের এই স্বপ্নের স্পেলের প্রশংসায় মুগ্ধ সকলেই। কিন্তু সিরাজের বোলিংয়ে রেগেও গেলেন একজন। তিনি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কোনও কাজ না রেখে রবিবার টানটান ম্যাচ দেখতে বসেছিলেন তিনি। কিন্তু সিরাজের কারণে নিমিষের মধ্যে শেষ হয়ে যায ম্যাচ।
সিরাজের এই স্বপ্নের স্পেলের প্রশংসায় মুগ্ধ সকলেই। কিন্তু সিরাজের বোলিংয়ে রেগেও গেলেন একজন। তিনি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কোনও কাজ না রেখে রবিবার টানটান ম্যাচ দেখতে বসেছিলেন তিনি। কিন্তু সিরাজের কারণে নিমিষের মধ্যে শেষ হয়ে যায ম্যাচ।
advertisement
4/6
এরপরই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মজার ছলে পোস্ট করেন শ্রদ্ধা কাপুর। লেখেন, ‘‘সিরাজকেই প্রশ্ন করুন ফাঁকা সময়টা কী করে কাটাবেন।’’ অর্থাৎ তাঁর মতন যারা সারা দিন ম্যাচ দেখবেন বলে ফাঁকা রেখেছিলেন তাদের উদ্দেশ্যে বলেন। অবশ্য এমব মজার ছলেই সিরাজের বোলিংয়ের প্রশংসা করেছেন শ্রদ্ধা।
এরপরই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মজার ছলে পোস্ট করেন শ্রদ্ধা কাপুর। লেখেন, ‘‘সিরাজকেই প্রশ্ন করুন ফাঁকা সময়টা কী করে কাটাবেন।’’ অর্থাৎ তাঁর মতন যারা সারা দিন ম্যাচ দেখবেন বলে ফাঁকা রেখেছিলেন তাদের উদ্দেশ্যে বলেন। অবশ্য এমব মজার ছলেই সিরাজের বোলিংয়ের প্রশংসা করেছেন শ্রদ্ধা।
advertisement
5/6
সিরাজের প্রশংসা করেছেন বলিউড অভিনেত্রী তথা বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও। সিরাজের সঙ্গে তাঁর সম্পর্কও খুবই ভাল। অনুষ্কাও নিজের ইনস্টা স্টোরিতে লেখেন, ‘কী ব্যাপার মিঞা! এ তো পুরো জাদু।’’ এই পোস্টই বলে দেয় সিরাজের পারফরম্যান্সে কতটা উচ্ছ্বসিত তিনি।
সিরাজের প্রশংসা করেছেন বলিউড অভিনেত্রী তথা বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও। সিরাজের সঙ্গে তাঁর সম্পর্কও খুবই ভাল। অনুষ্কাও নিজের ইনস্টা স্টোরিতে লেখেন, ‘কী ব্যাপার মিঞা! এ তো পুরো জাদু।’’ এই পোস্টই বলে দেয় সিরাজের পারফরম্যান্সে কতটা উচ্ছ্বসিত তিনি।
advertisement
6/6
বলিউড অভিনেত্রী রাশি খান্নাও ইনস্টা স্টোরিতে সিরাজের ছবি শেয়ার করে লিখেছেন 'বাহ....'। ২২ গজে আগুন ঝরালেও এমনতিতে নরম স্বভাবের সিরাজ। এশিয়া কাপ ফাইনালে তাঁর আগুনে স্পেলের পর যে বলি অভিনেত্রীরা মনে সিরাজ 'রাজ' তা বলাই যায়।
বলিউড অভিনেত্রী রাশি খান্নাও ইনস্টা স্টোরিতে সিরাজের ছবি শেয়ার করে লিখেছেন 'বাহ....'। ২২ গজে আগুন ঝরালেও এমনতিতে নরম স্বভাবের সিরাজ। এশিয়া কাপ ফাইনালে তাঁর আগুনে স্পেলের পর যে বলি অভিনেত্রীরা মনে সিরাজ 'রাজ' তা বলাই যায়।
advertisement
advertisement
advertisement