কেকেআর বনাম গুজরাত টাইটান্সের বিপক্ষে ম্যাচে শেষ ওভারে টানা ৫টি ছক্কা মেরে নাইটদের জয় এনে দিয়েছিলেন রিঙ্কু সিং। টি-টোয়েন্টিতেও এমন কীর্তি ঘটেছে আরও একবার। এটা ভারতে নয়, ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি লিগের ভাইটালিটি ব্লাস্টে ঘটেছে। সারে এবং মিডলসেক্সের ম্যাচে সারের ওপেনার উইল জ্যাকস এক ওভারে টানা ৫টি ছক্কা মারার কীর্তি করেছেন।
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
উইল জ্যাকসকে আইপিএল ২০২৩ মিনি নিলামে বিরাট কোহলির আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৩.২ কোটি টাকায় কিনেছিল। তবে চোটের কারণে তাঁর খেলা হয়নি৷ কিন্তু, জ্যাকস টি-টোয়েন্টি ব্লাস্টে আইপিএলের ফর্ম্যাটে খেলা হয়। সারের ইনিংসের ১১তম ওভারে লেগ-স্পিনার লুক হলম্যানকে প্রথম ৫ বলে ৫ ছক্কা হাঁকান জ্যাকস। ৬টি ছক্কা মারারও সুযোগ ছিল তাঁর। হোলম্যান শেষ বলটি ফুল টস করেন, তবে এটিতে ছক্কা মারতে পারেননি তিনি৷
জ্যাকস এদিনের ইনিংসে মারেন ৭টি ছক্কা ও ৮টি চার
৮ রানে সেঞ্চুরি মিস করেন উইল জ্যাকস। কিন্তু, তিনি সারেকে ২০ ওভারে ২৫২ রানে নিয়ে যান। ৯৬ রানের ইনিংসে ৭টি ছক্কা ও ৮টি চার মারেন জ্যাক। অর্থাৎ মাত্র ছক্কা ও চারে ৭৪ রান পান তিনি। জ্যাকের ক্যাচ ধরলেন হলম্যান। এর আগেও টানা ৬টি ছক্কা মেরেছেন জ্যাক্স। ২০১৯ সালে, জ্যাকস দুবাইতে প্রাক-সেশন টি ১০ ম্যাচে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে ব্যাট করেছিলেন। এরপর স্টিফেন প্যারির এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন তিনি৷
মিডলসেক্স ৪ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়
জ্যাক ছাড়াও মিডলসেক্সের বিপক্ষে লরি ইভান্সও ৩৭ বলে ৮৫ রান করেন। সারে ২০ ওভারে ৭ উইকেট ২৫২ রান করে। কিন্তু, মিডলসেক্স ৪ বল বাকি থাকতে ৭ উইকেটে জয়ী হয়। মিডলসেক্সের হয়ে ওপেনার স্টিফেন এস্কিনাজি ৩৯ বলে ৭৩, ম্যাক্স হোল্ডেন ৩৫ বলে ৬৮ এবং রায়ান হিগিন্স ২৪ বলে অপরাজিত ৪৮ রান করে শেষ ওভারে ২০০ স্ট্রাইক রেট দিয়ে দলকে জয় এনে দেন।