ভারতীয় ক্রিকেট দলের পেসার দীপক চাহারের সুন্দরী বোন মালতী চাহার এই অনুষ্ঠানে হাজির ছিলেন৷ তিনিই শার্দুল ঠাকুর (Shardul Thakur) ও তাঁর বাগদত্তার এনগেজমেন্টের (Shardul Thakur engagement) ছবি ও ভিডিও পোস্ট করেন৷ তাঁদের শুভেচ্ছা দেওয়ার পাশাপাশি অনেক ভালোবাসাও জানিয়েছেন৷ দেখুন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) শার্দুল ঠাকুরের এনগেজমেন্টের (Shardul Thakur engagement)ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
মালতী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এনগেজমেন্টের যে রোমান্টিক ভিডিও শেয়ার করেছেন তা ইতিমধ্যেই ভাইরাল ভিডিও (Viral Video)৷ শার্দুল ঠাকুর (Shardul Thakur) রোমান্টিক আন্দাজে রয়েছেন যা খুবই পছন্দ করছেন৷ সোশ্যাল মিডিয়ায় তাঁদের এনগেজমেন্টের (Shardul Thakur engagement) ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে৷ ফ্যানরাও নতুন এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন৷ এক নেটিজেন লিখেছেন লর্ড শার্দুল দেবীর সঙ্গে৷ দুজনকে অনেক শুভকামনা৷
আরও পড়ুন - India vs NZ: রবীন্দ্র জাদেজার জাদুতেও কামাল হল না, রচিন রবীন্দ্রর ব্যাটে প্রথম টেস্ট ড্র
শার্দুল ও মিতালি এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও (Viral Video) হয়েছে৷ দুই জুটি পঞ্জাবি গানে কোমর দোলাচ্ছেন৷ খবর অনুযায়ি শার্দুল ঠাকুর ও মিতালি আগামী বছর অস্ট্রেলিয়ায় আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপের পর বিয়ে করবেন৷ ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) শার্দুল ঠাকুরের নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নেই৷ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তাঁকে এই সিরিজে বিশ্রাম দিয়েছেন৷ তাঁর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডিসেম্বর সিরিজে খেলবেন আশা করা হচ্ছে৷ আফ্রিকা যাওয়ার সম্ভবনা তাঁর উজ্জ্বল৷ তাঁর ভারতের এ দলের হয়ে খেলতে হবে৷
অলরাউন্ডার ভারতের হয়ে ৪ টি টেস্ট খেলেন৷ ১৫ টি ওয়ানডে এবং ২৪ টি টোয়েন্টি খেলেছেন৷ ৬৭ উইকেট নিয়েছেন তিনি৷