TRENDING:

মুখ থেকে বেরিয়ে আসছিল চার অক্ষরের ‘সেই শব্দ’ , ভারত বনাম পাক ম্যাচের আগে দ্রাবিড়ের Viral Video

Last Updated:

সবার সামনে জোরে যে শব্দ বলা যায় না, সেই চার অক্ষরের শব্দ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: ভারত বনাম পাকিস্তান দল রবিবার (৪ সেপ্টেম্বর) একে অপরের বিরুদ্ধে এশিয়া কাপে দ্বিতীয়বারের জন্য মুখোমুখি হচ্ছে৷ এশিয়া কাপ ২০২২ -র প্রথম ম্যাচ গত রবিবার হয়েছিল৷ যাতে বাজি জিতেছিল ভারতীয় ক্রিকেট দল৷ হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সের জোরে ভারত পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল৷ কিন্তু ভারতীয় দলের টপ অর্ডারের দুর্বলতা ধরা পড়ে গিয়েছিল পাক বাহিনীর বোলিং আক্রমণের সামনে৷ পাকিস্তানের জার্সিতে অভিষেক ম্যাচ খেলা ১৯ বছরের নসিম শাহ কেএল রাহুলকে শুরুতেই বোল্ড করে দেন৷
Viral Video  Asia Cup 2022: Rahul Dravid- Photo Courtesy- Twitter/ Video Grab
Viral Video Asia Cup 2022: Rahul Dravid- Photo Courtesy- Twitter/ Video Grab
advertisement

দ্বিতীয় দিকে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও ম্যাচে রান করার জন্য লড়াই করতে হয়েছিল৷ ভারত বনাম পাকিস্তান লড়াইয়ের আগে রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে এসেছিলেন৷ তাঁকে সাংবাদিক সম্মেলনে পাকিস্তানি বোলিং নিয়ে প্রশ্ন করা হয়৷ এতে তিনি এমন উত্তর দেন যে গুরুগম্ভীর সাংবাদিক সম্মেলনে হাসির রোল উঠে যায়৷ রাহুল দ্রাবিড় নিজের ক্রিকেট কেরিয়ারে মাঠে বেশি হাসাহাসি করছেন এমনটা দেখা যায়নি৷ টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার পর তাঁঁর এই হাস্যরসের দিকটি সামনে এসেছে৷

advertisement

আরও পড়ুন -  Ind vs Pak: সাবধান পাকিস্তান, মারাত্মক তুখোড় ক্রিকেটারদের নিয়ে প্রথম একাদশ সাজাতে চলেছেন রোহিত শর্মা

আরও পড়ুন -  Beauty Tips: ডবল চিন! অকালে বুড়িয়ে যাওয়ার লক্ষণ, ব্যায়াম, মাসাজ, সঙ্গে গুয়া শা নিমেষে হবে গায়েব

তিনি সাংবাদিকদের পাকিস্তানি বোলিং লাইন আপের বিষয়ে এরকম বলেন যে সকলে হেসে ওঠেন৷ দুবাইতে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে দ্রাবিড় বোলিং নিয়ে রাহুল দ্রাবিড়ের উত্তর এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ দ্রাবিড় বলেছেন, ‘‘আমি একটা শব্দ প্রয়োগ করতে চাই, কিন্তু সেটা বলতে পারব না’’ এরপর দ্রাবিড় নিজেও হাসতে থাকেন৷  আরও বলেন, ‘‘আমার মাথায় শব্দটা আছে, মুখ থেকে বেরোতে চাইছিল কিন্তু সেটা ব্যবহার করতে পারব না৷আমি যে শব্দটা বলতে চাই সেটা চার অক্ষরের একটা শব্দ৷ আর সেটা এস দিয়ে শুরু হয়৷ কিন্তু ঠিক আছে আমরা হয়ত সেদিন গ্ল্যামারস দেখায়নি৷ কিন্তু আমাদের কাছে রেজাল্ট দিতে পারে এমন প্লেয়ার আছে৷’’ দেখুন ভাইরাল ভিডিও

advertisement

এছাড়া রাহুল দ্রাবিড় ভারতের স্টার ক্রিকেটার বিরাট কোহলিকেও বাঁচান৷ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোহলি কত রান করেন তা নিয়ে কোনও পরোয়া নেই৷  তা অনুসারে টি টোয়েন্টি ২০ ক্রিকেটে এক ছোট ইনিংসও ম্যাচের গতি বদলে যেতে পারে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ঋষভ পন্থকে নিয়ে রাহুল দ্রাবিড় বলেন উইকেটকিপার হিসেবে টিম ইন্ডিয়া প্রথম বিকল্প নয়৷ ক্রিকেটারদের বাছাই পিচ ও পরিস্থিতির ভিত্তিতে হয়৷

বাংলা খবর/ খবর/খেলা/
মুখ থেকে বেরিয়ে আসছিল চার অক্ষরের ‘সেই শব্দ’ , ভারত বনাম পাক ম্যাচের আগে দ্রাবিড়ের Viral Video
Open in App
হোম
খবর
ফটো
লোকাল