দ্বিতীয় দিকে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও ম্যাচে রান করার জন্য লড়াই করতে হয়েছিল৷ ভারত বনাম পাকিস্তান লড়াইয়ের আগে রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে এসেছিলেন৷ তাঁকে সাংবাদিক সম্মেলনে পাকিস্তানি বোলিং নিয়ে প্রশ্ন করা হয়৷ এতে তিনি এমন উত্তর দেন যে গুরুগম্ভীর সাংবাদিক সম্মেলনে হাসির রোল উঠে যায়৷ রাহুল দ্রাবিড় নিজের ক্রিকেট কেরিয়ারে মাঠে বেশি হাসাহাসি করছেন এমনটা দেখা যায়নি৷ টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার পর তাঁঁর এই হাস্যরসের দিকটি সামনে এসেছে৷
advertisement
আরও পড়ুন - Ind vs Pak: সাবধান পাকিস্তান, মারাত্মক তুখোড় ক্রিকেটারদের নিয়ে প্রথম একাদশ সাজাতে চলেছেন রোহিত শর্মা
আরও পড়ুন - Beauty Tips: ডবল চিন! অকালে বুড়িয়ে যাওয়ার লক্ষণ, ব্যায়াম, মাসাজ, সঙ্গে গুয়া শা নিমেষে হবে গায়েব
তিনি সাংবাদিকদের পাকিস্তানি বোলিং লাইন আপের বিষয়ে এরকম বলেন যে সকলে হেসে ওঠেন৷ দুবাইতে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে দ্রাবিড় বোলিং নিয়ে রাহুল দ্রাবিড়ের উত্তর এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ দ্রাবিড় বলেছেন, ‘‘আমি একটা শব্দ প্রয়োগ করতে চাই, কিন্তু সেটা বলতে পারব না’’ এরপর দ্রাবিড় নিজেও হাসতে থাকেন৷ আরও বলেন, ‘‘আমার মাথায় শব্দটা আছে, মুখ থেকে বেরোতে চাইছিল কিন্তু সেটা ব্যবহার করতে পারব না৷আমি যে শব্দটা বলতে চাই সেটা চার অক্ষরের একটা শব্দ৷ আর সেটা এস দিয়ে শুরু হয়৷ কিন্তু ঠিক আছে আমরা হয়ত সেদিন গ্ল্যামারস দেখায়নি৷ কিন্তু আমাদের কাছে রেজাল্ট দিতে পারে এমন প্লেয়ার আছে৷’’ দেখুন ভাইরাল ভিডিও
এছাড়া রাহুল দ্রাবিড় ভারতের স্টার ক্রিকেটার বিরাট কোহলিকেও বাঁচান৷ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোহলি কত রান করেন তা নিয়ে কোনও পরোয়া নেই৷ তা অনুসারে টি টোয়েন্টি ২০ ক্রিকেটে এক ছোট ইনিংসও ম্যাচের গতি বদলে যেতে পারে৷
ঋষভ পন্থকে নিয়ে রাহুল দ্রাবিড় বলেন উইকেটকিপার হিসেবে টিম ইন্ডিয়া প্রথম বিকল্প নয়৷ ক্রিকেটারদের বাছাই পিচ ও পরিস্থিতির ভিত্তিতে হয়৷