Ind vs Pak: সাবধান পাকিস্তান, মারাত্মক তুখোড় ক্রিকেটারদের নিয়ে প্রথম একাদশ সাজাতে চলেছেন রোহিত শর্মা

Last Updated:
আজকের ম্যাচের জন্য ভারতের প্লেয়িং ইলেভেন (Ind vs Pak) (Probable Playing 11) রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল  (সহঅধিনায়ক), বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, দীপক হুডা, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ  সিং. যুজবেন্দ্র চাহাল
1/6
#দুবাই: এশিয়া কাপ ২০২২  (Asia Cup 2022) সুপার ফোর শুরু হয়ে গেছে৷ সুপার ফোর স্টেজের প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান৷ সেই ম্যাচ শারজাহতে খেলা হয়েছে৷ এই ম্যাচে শ্রীলঙ্কা পাঁচ বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে গেছে৷ এই পর্বে ভারত বনাম পাকিস্তানের  (India vs Pakistan) দুবাইতে খেলা হবে৷ দুই দলই চাইবে এই স্টেজ জিতে শানদার শুরু করতে চাইছে৷ এর আগে প্রথমে সুপার সিক্স মোকাবিলায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে হারতে হয়েছে৷ বাবর আজমের বাহিনী চাইবে গত রবিবারের টাটকা বদলা নিয়ে নেবে৷ ভারতীয় দলও  মোকাবিলার জন্য জবরদস্ত ভাবে ঝাঁপাবে৷
#দুবাই: এশিয়া কাপ ২০২২  (Asia Cup 2022) সুপার ফোর শুরু হয়ে গেছে৷ সুপার ফোর স্টেজের প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান৷ সেই ম্যাচ শারজাহতে খেলা হয়েছে৷ এই ম্যাচে শ্রীলঙ্কা পাঁচ বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে গেছে৷ এই পর্বে ভারত বনাম পাকিস্তানের  (India vs Pakistan) দুবাইতে খেলা হবে৷ দুই দলই চাইবে এই স্টেজ জিতে শানদার শুরু করতে চাইছে৷ এর আগে প্রথমে সুপার সিক্স মোকাবিলায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে হারতে হয়েছে৷ বাবর আজমের বাহিনী চাইবে গত রবিবারের টাটকা বদলা নিয়ে নেবে৷ ভারতীয় দলও  মোকাবিলার জন্য জবরদস্ত ভাবে ঝাঁপাবে৷
advertisement
2/6
রোহিত -রাহুল শুরু করবেন ইনিংস আজকের মোকাবিলায় ফের একবার রোহিত শর্মা এবং কেএল রাহুলের জুটি ভারতীয় ইনিংসের সূচনা করবেন৷ যদিও বর্তমানে টুর্নামেন্টে ফর্মের জন্য সংঘর্ষ৷ রোহিত শর্মার বিরুদ্ধে মাত্র ১২ রান করে আউট হয়েছেন৷ সেখানে কমজোর হংকংয়ের বিরুদ্ধে তাঁর ব্যাট সবসময়েই স্তব্ধ হয়ে গেছে৷ ক্যাপ্টেন শর্মা মাত্র ২১ রান করেছিলেন৷
রোহিত -রাহুল শুরু করবেন ইনিংস আজকের মোকাবিলায় ফের একবার রোহিত শর্মা এবং কেএল রাহুলের জুটি ভারতীয় ইনিংসের সূচনা করবেন৷ যদিও বর্তমানে টুর্নামেন্টে ফর্মের জন্য সংঘর্ষ৷ রোহিত শর্মার বিরুদ্ধে মাত্র ১২ রান করে আউট হয়েছেন৷ সেখানে কমজোর হংকংয়ের বিরুদ্ধে তাঁর ব্যাট সবসময়েই স্তব্ধ হয়ে গেছে৷ ক্যাপ্টেন শর্মা মাত্র ২১ রান করেছিলেন৷
advertisement
3/6
সেখানে কথা বললে সহ অধিনায়ক কেএল রাহুলের প্রদর্শন শানদার৷ পাকিস্তানের বিরুদ্ধে তিনি নসিম শাহের প্রথম বলে বোল্ড হয়ে গেছেন৷ যেখানে হংকংয়ের বিরুদ্ধে প্রত্যেক রানের জন্য লড়াই করতে দেখা গেছে৷ কিন্তু পুরো দুনিয়া এই দুই ক্রিকেটারের ব্যাটিং ক্ষমতার বিষয়ে জানেন৷ তিনি যদি ফর্মে থাকেন তাহলে সেই ক্ষমতায় একাই ম্যাচ জেতাতে পারেন৷
সেখানে কথা বললে সহ অধিনায়ক কেএল রাহুলের প্রদর্শন শানদার৷ পাকিস্তানের বিরুদ্ধে তিনি নসিম শাহের প্রথম বলে বোল্ড হয়ে গেছেন৷ যেখানে হংকংয়ের বিরুদ্ধে প্রত্যেক রানের জন্য লড়াই করতে দেখা গেছে৷ কিন্তু পুরো দুনিয়া এই দুই ক্রিকেটারের ব্যাটিং ক্ষমতার বিষয়ে জানেন৷ তিনি যদি ফর্মে থাকেন তাহলে সেই ক্ষমতায় একাই ম্যাচ জেতাতে পারেন৷
advertisement
4/6
এই ক্রিকেটারদের ওপর থাকবে মিডল অর্ডার সামলানোর দায়িত্ব পাকিস্তানের বিরুদ্ধে মিডল অর্ডারের দমদার একবার ফের ইনফর্ম ক্রিকেটার বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়ার ওপর থাকবে৷ এই তিন ক্রিকেটার এবারের এশিয়া কাপে এখনও অবধি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন৷ এছাড়াও উইকেটকিপার হিসেবে দীনেশ কার্তিকই প্লেয়িং ইলেভেনে সুযোগ পেতে পারেন৷ কার্তিক আইপিএলের পরে প্রচণ্ড ফর্মে রয়েছেন৷ চোটগ্রস্ত অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার জায়গায় অক্ষর প্যাটেল খেলতে পারেন৷ অক্ষরও ব্যাট-বল দুই নিয়েই পারফর্ম করতে পারেন৷
এই ক্রিকেটারদের ওপর থাকবে মিডল অর্ডার সামলানোর দায়িত্ব পাকিস্তানের বিরুদ্ধে মিডল অর্ডারের দমদার একবার ফের ইনফর্ম ক্রিকেটার বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়ার ওপর থাকবে৷ এই তিন ক্রিকেটার এবারের এশিয়া কাপে এখনও অবধি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন৷ এছাড়াও উইকেটকিপার হিসেবে দীনেশ কার্তিকই প্লেয়িং ইলেভেনে সুযোগ পেতে পারেন৷ কার্তিক আইপিএলের পরে প্রচণ্ড ফর্মে রয়েছেন৷ চোটগ্রস্ত অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার জায়গায় অক্ষর প্যাটেল খেলতে পারেন৷ অক্ষরও ব্যাট-বল দুই নিয়েই পারফর্ম করতে পারেন৷
advertisement
5/6
এই বোলারদের সঙ্গে মাঠে নামতে পারেন অধিনায়ক রোহিত শর্মা বলার বিষয় আবেশ খান স্বাস্থ্য ঠিক নেই৷ এই অবস্থায় টিম ম্যানেজমেন্ট আজ দীপক হুডাকে দলে ঢোকাতে পারেন৷ দীপক বলের সঙ্গে সঙ্গে ব্যাটেও ধামাকা করতে পারেন৷ এছাড়াও ভুবনেশ্বর কুমার এবং অর্শদীপ সিং-র খেলা নিশ্চিত৷ অন্যদিকে বিশেষজ্ঞ  স্পিনার যুজবেন্দ্র চাহাল ময়দানে নামবেন৷
এই বোলারদের সঙ্গে মাঠে নামতে পারেন অধিনায়ক রোহিত শর্মা বলার বিষয় আবেশ খান স্বাস্থ্য ঠিক নেই৷ এই অবস্থায় টিম ম্যানেজমেন্ট আজ দীপক হুডাকে দলে ঢোকাতে পারেন৷ দীপক বলের সঙ্গে সঙ্গে ব্যাটেও ধামাকা করতে পারেন৷ এছাড়াও ভুবনেশ্বর কুমার এবং অর্শদীপ সিং-র খেলা নিশ্চিত৷ অন্যদিকে বিশেষজ্ঞ  স্পিনার যুজবেন্দ্র চাহাল ময়দানে নামবেন৷
advertisement
6/6
আজকের ম্যাচের জন্য ভারতের প্লেয়িং ইলেভেন রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল  (সহঅধিনায়ক), বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, দীপক হুডা, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ  সিং. যুজবেন্দ্র চাহাল
আজকের ম্যাচের জন্য ভারতের প্লেয়িং ইলেভেন রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল  (সহঅধিনায়ক), বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, দীপক হুডা, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ  সিং. যুজবেন্দ্র চাহাল
advertisement
advertisement
advertisement