স্বাভাবিকভাবেই সেই অচেনা অবতারে মেসিকে দেখে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
ভিডিওতে, মেসিকে একটি গ্রসারি শপে (সম্ভবত ফ্লোরিডায়) দেখা গেছে, মলে সাধারণ মানুষ তাঁকে চিনতে পেরে দারুণ খুশি৷ ৩৬ বছর বয়সী তাঁর স্ত্রী আন্তোনেলার কাছ থেকে গাড়ির চাবি নেওয়ার আগে সেলফি তোলেন, তোলেন একাধিক ফটোগ্রাফ৷ ফ্যানদের দাবি মেটাতে মেটাতে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেতে পারত, ফলে তিনি দ্রুত সরে যান সেফ জায়গায়৷
তাঁর শপিং ব্যাগে একাধিক জিনিস ভর্তি থাকলেও কি কি জিনিস কিনেছেন তা বোঝা যায়নি৷ মেসি তাঁর ছেলেদের কথা রাখেন৷ দোকানে থাকাকালীন তাঁকে বেশ হালকা মেজাজে দেখা যায়।
আরও পড়ুন – Kolkata Premiere League Trophy: ঠিক যেন ইংলিশ প্রিমিয়ার লিগের মতো ঝকঝকে, নতুন ট্রফি কলকাতা লিগে
প্রাক্তন বার্সিলোনা তারকা এবং সাত বারের ব্যালন ডি’অর বিজয়ী ১৬ জুলাই ফোর্ট লডারডেলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে তাঁর নতুন ক্লাবে অফিসিয়ালি ইনট্রোডিউসড হবেন। পাঁচ দিন পর ইন্টার মিয়ামির হয়ে অভিষেক হবে তাঁর। ইন্টার মিয়ামি বর্তমানে MLS স্ট্যান্ডিংয়ে ১৫ তম এবং শেষ স্থানে রয়েছে।