বাংলাদেশ বনাম পাকিস্তান (Ban vs Pak) ম্যাচে পাকিস্তানকে শেষ ওভারে ৮ রান করতে হত৷ কিন্তু পাঁচ বলে তারা মাত্র ৬ রানই করতে পারে, এর মধ্যে তারা ৩ উইকেট হারিয়ে ফেলে৷ শেষ বলে জয়ের জন্য ২ রান করতে হত , মহমুদুল্লাহ (Mahmudullah) শেষ বল করেন, কিন্তু মহম্মদ নওয়াজ সরে যান ও বল উইকেটে লেগে যায়৷ এতে বাংলাদেশ ক্রিকেটাররা আবেদন করেন৷ যা আম্পায়র না করে দেন৷ এরপর নওয়াজ দ্বিতীয়বার বল করেন তাতে চার মেরে জিতে যায় পাকিস্তান৷ দেখে নিন সেই বলের নাটকীয় মোড়, ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
আম্পায়রের সিদ্ধান্তকে সম্মান করা হয়
ম্যাচের পর মহমদুল্লাহ বলেন ‘‘নওয়াজ শেষ সময়ে সরে যান৷ আমি আম্পায়রকে জিজ্ঞাসা করি বলটা ঠিক ছিল৷ এর চেয়ে বেশি কিছু নয়৷ আমরা আম্পায়রের সিদ্ধান্তকে সম্মান করি৷ তাঁর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত৷ এই সিদ্ধান্ত বাংলাদেশের আম্পায়র তনবীর আহমেদ দিয়েছে৷ বাংলাদেশ অধিনায়ক রেজাল্ট নিয়ে নিরাশ হয়েছেন, আমরা জয়ের কাছাকাছি ছিলাম৷ কিন্তু এমন হল না৷ আমরা ২ টি ম্যাচ জয়ের পরিস্থিতিতে ছিলাম৷ মনে হয় এর আগে বাংলাদেশ (Bangladesh) ঘরের মাটিতে অস্ট্রেলিয়া (Bangladesh vs Australia) এবং নিউজিল্যান্ড (Bangladesh vs New Zealand) টি টোয়েন্টি সিরিজে জিতেছিল৷
আরও পড়ুন -Ind vs NZ: ভারতীয় ক্রিকেটে বিরাট ‘আমল’ বদল, নতুন রোহিত সতীর্থদের থেকে ‘এটা’ চাইলেন
আরও পড়ুন - Viral Video: Toss-র মধ্যেই মাঠে Chris Gayleকে ঠ্যালা, ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনরা অবাক
হায়দার আলি বিজয়ীর ইনিংস খেলেন
ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়৷ দল ৭ উইকেটে ১২৪ রানের স্কোর করেছে৷ মহম্মদ নইম সবচেয়ে বেশি ৪৭ রান করেন৷ পাকিস্তানের পক্ষ থেকেউসমান কাদির ও মহম্মদ ওয়াসিম ২-২ উইকেট নেন৷ ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৫ উইকেটে হারিয়ে লক্ষ্য হাসিল করে নেয়৷ মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ৪০ রান ও হায়দার আলি (Haider Ali) ৪৫ রান করে৷ হায়দার প্লেয়ার অফ দ্য ম্যাচ হন৷ রিজওয়ান প্লেয়ার অফ দ্য সিরিজ হন৷