Ind vs NZ: ভারতীয় ক্রিকেটে বিরাট ‘আমল’ বদল, নতুন রোহিত সতীর্থদের থেকে ‘এটা’ চাইলেন

Last Updated:

Ind vs NZ: নতুন অধিনায়কের (New Captain) হাত ধরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি সিরিজে ৩-০ জিতেছে ভারতীয় ক্রিকেট দল৷

ind vs NZ: Rohit Sharma revealed what he said to players in his maiden team meeting- Photo-AP
ind vs NZ: Rohit Sharma revealed what he said to players in his maiden team meeting- Photo-AP
#কলকাতা: বিরাট কোহলির (Virat Kohli) পরের ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়কের ব্যাটন পৌঁছে গেছে রোহিত শর্মার (Rohit Sharma) হাতে৷ নতুন অধিনায়কের (New Captain)  হাত ধরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি সিরিজে ৩-০ জিতেছে ভারতীয় ক্রিকেট দল৷ টি টোয়েন্টিতে পূর্ণ সময়ের অধিনায়কত্ব পেয়েই নিজের ফর্ম যেমন দেখিয়েছেন, ঠিক তেমনিই ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) দলের সতীর্থরাও নতুন অধিনায়কের আমলে ব্যাট ও বল হাতে চোখ ঝলসানো পারফরম্যান্স দিয়েছেন৷
নতুন অধিনায়ক ( New Captain) দায়িত্ব নিয়েই নিজের নিয়ম চালু করে দিয়েছেন৷ তিনি দলের থেকে কী চান পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন নিজের প্রথম মিটিংয়েই৷ নতুন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আবার সেই কথাটা সর্বসমক্ষেও স্বীকার করে নিয়েছেন-যে প্রথম মিটিংয়ে তিনি দলের কাছে কী বলেছেন৷
advertisement
advertisement
রোহিত জানিয়েছেন, নতুন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন তাঁদের চেষ্টা সবসময়েই নজর করা হবে৷ ম্যানেজমেন্টও তাঁদের সঙ্গে সব পরিস্থিতিতে পাশে থাকবে৷
ভারতীয় ক্রিকেট দলের (India Cricket Team) নতুন অধিনায়ক ( New Captain) রোহিত শর্মা (Rohit Sharma) নিউজিল্যান্ডের টি টোয়েন্টি সিরিজে ৩-০ তে  জেতার পর বলেন, ‘‘প্রথম টিম মিটিংয়ে আমরা সব ক্রিকেটারদের এই বিষয়টি স্পষ্ট করে বলে দিয়েছি৷ যদি আপনার দলের জন্য কোনও কিছু করার চেষ্টা করেন তাহলে কখনও এমন হবে না যে আপনাদের ওপর নজর দেওয়া হল না৷’’
advertisement
তিনি আরও বলেছেন, ‘‘ এই বিষয়ে সব সময়েই কথা বলা যাবে৷ কারা চাপ সহ্য করছে , কারা পারফর্ম করেছে৷ এটা অধিনায়ক ও কোচের কাজ যে তাঁরা ক্রিকেটারদের বলবেন তাঁরা দলের জন্য কী করার চেষ্টা করছেন৷ যদি আপনার চেষ্টায় সঠিক ফল হয় তাহলে ভালো কথা, আর যদি সেটা না হয় তাহলে আমরা আপনাদের পাশে দাঁড়াব৷ টিমের জন্য যদি কখনও কেউ কিছু করে তাহলে সেটা ভালো সংকেত৷ আমরা আপনাদের বিচার সমর্থণ করব এবং এটাই আমরা করতে যাচ্ছি৷ ’’
advertisement
রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটে প্রচুর প্রতিভা আছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন৷ তাঁর মতে এর জন্য বেঞ্চ স্ট্রেংথও ভারতীয় ক্রিকেট দলের খুব ভালো৷ পাশাপাশি তাঁর এও মত দলে অনেক অপশন থাকায় প্রথম একাদশ বেছে নেওয়া কঠিন কাজ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs NZ: ভারতীয় ক্রিকেটে বিরাট ‘আমল’ বদল, নতুন রোহিত সতীর্থদের থেকে ‘এটা’ চাইলেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement