Ind vs NZ: ভারতীয় ক্রিকেটে বিরাট ‘আমল’ বদল, নতুন রোহিত সতীর্থদের থেকে ‘এটা’ চাইলেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs NZ: নতুন অধিনায়কের (New Captain) হাত ধরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি সিরিজে ৩-০ জিতেছে ভারতীয় ক্রিকেট দল৷
#কলকাতা: বিরাট কোহলির (Virat Kohli) পরের ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়কের ব্যাটন পৌঁছে গেছে রোহিত শর্মার (Rohit Sharma) হাতে৷ নতুন অধিনায়কের (New Captain) হাত ধরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি সিরিজে ৩-০ জিতেছে ভারতীয় ক্রিকেট দল৷ টি টোয়েন্টিতে পূর্ণ সময়ের অধিনায়কত্ব পেয়েই নিজের ফর্ম যেমন দেখিয়েছেন, ঠিক তেমনিই ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) দলের সতীর্থরাও নতুন অধিনায়কের আমলে ব্যাট ও বল হাতে চোখ ঝলসানো পারফরম্যান্স দিয়েছেন৷
নতুন অধিনায়ক ( New Captain) দায়িত্ব নিয়েই নিজের নিয়ম চালু করে দিয়েছেন৷ তিনি দলের থেকে কী চান পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন নিজের প্রথম মিটিংয়েই৷ নতুন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আবার সেই কথাটা সর্বসমক্ষেও স্বীকার করে নিয়েছেন-যে প্রথম মিটিংয়ে তিনি দলের কাছে কী বলেছেন৷
আরও পড়ুন - Bengali Sweets: শীতের আমেজ আসছে,নলেন গুড়ের এই মিষ্টিগুলির অপেক্ষায় বাঙালি খাদ্যপ্রেমীরা
advertisement
advertisement
রোহিত জানিয়েছেন, নতুন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন তাঁদের চেষ্টা সবসময়েই নজর করা হবে৷ ম্যানেজমেন্টও তাঁদের সঙ্গে সব পরিস্থিতিতে পাশে থাকবে৷
ভারতীয় ক্রিকেট দলের (India Cricket Team) নতুন অধিনায়ক ( New Captain) রোহিত শর্মা (Rohit Sharma) নিউজিল্যান্ডের টি টোয়েন্টি সিরিজে ৩-০ তে জেতার পর বলেন, ‘‘প্রথম টিম মিটিংয়ে আমরা সব ক্রিকেটারদের এই বিষয়টি স্পষ্ট করে বলে দিয়েছি৷ যদি আপনার দলের জন্য কোনও কিছু করার চেষ্টা করেন তাহলে কখনও এমন হবে না যে আপনাদের ওপর নজর দেওয়া হল না৷’’
advertisement
আরও পড়ুন - Without marriage Father: না বিয়ে করে ‘বাবা’ ভারতীয় দলের ক্রিকেটার থেকে বিদেশি ক্রিকেটার পেয়েছেন এই স্বাদ
তিনি আরও বলেছেন, ‘‘ এই বিষয়ে সব সময়েই কথা বলা যাবে৷ কারা চাপ সহ্য করছে , কারা পারফর্ম করেছে৷ এটা অধিনায়ক ও কোচের কাজ যে তাঁরা ক্রিকেটারদের বলবেন তাঁরা দলের জন্য কী করার চেষ্টা করছেন৷ যদি আপনার চেষ্টায় সঠিক ফল হয় তাহলে ভালো কথা, আর যদি সেটা না হয় তাহলে আমরা আপনাদের পাশে দাঁড়াব৷ টিমের জন্য যদি কখনও কেউ কিছু করে তাহলে সেটা ভালো সংকেত৷ আমরা আপনাদের বিচার সমর্থণ করব এবং এটাই আমরা করতে যাচ্ছি৷ ’’
advertisement
রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটে প্রচুর প্রতিভা আছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন৷ তাঁর মতে এর জন্য বেঞ্চ স্ট্রেংথও ভারতীয় ক্রিকেট দলের খুব ভালো৷ পাশাপাশি তাঁর এও মত দলে অনেক অপশন থাকায় প্রথম একাদশ বেছে নেওয়া কঠিন কাজ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2021 6:52 PM IST