Without marriage Father: না বিয়ে করে ‘বাবা’ ভারতীয় দলের ক্রিকেটার থেকে বিদেশি ক্রিকেটার পেয়েছেন এই স্বাদ

Last Updated:
যাঁরা বিয়ে না করেই বাবা হয়েছেন (cricketers become father without or before marriage)৷ মেয়েদের বিয়ে (Marriage)না হওয়া মাতৃত্ব নিয়ে যেরকম জবরদস্ত গসিপ (Gossip)হয়, এঁদের নিয়ে অবশ্য তেমন হয় না৷
1/6
#কলকাতা: সেলিব্রিটি দুনিয়ায় হামেশাই হয় যখন বিয়ে না করেই মহিলারা মা ও পুরুষরা বাবা হয়ে যান ৷ ক্রিকেটারদের মধ্যেও এই চল রয়েছে৷ দেশ -বিদেশের একাধিক ক্রিকেটার রয়েছেন যাঁরা বিয়ে না করেই বাবা হয়েছেন৷ মেয়েদের বিয়ে না হওয়া মাতৃত্ব নিয়ে যেরকম জবরদস্ত গসিপ হয়, এঁদের নিয়ে অবশ্য তেমন হয় না৷ কিন্তু তালিকায় রয়েছে একাধিক চেনা নাম৷ যাঁরা বিয়ে না করেই বাবা বনেছিলেন৷ Photo- Representative
#কলকাতা: সেলিব্রিটি দুনিয়ায় হামেশাই হয় যখন বিয়ে না করেই মহিলারা মা ও পুরুষরা বাবা হয়ে যান ৷ ক্রিকেটারদের মধ্যেও এই চল রয়েছে৷ দেশ -বিদেশের একাধিক ক্রিকেটার রয়েছেন যাঁরা বিয়ে না করেই বাবা হয়েছেন৷ মেয়েদের বিয়ে না হওয়া মাতৃত্ব নিয়ে যেরকম জবরদস্ত গসিপ হয়, এঁদের নিয়ে অবশ্য তেমন হয় না৷ কিন্তু তালিকায় রয়েছে একাধিক চেনা নাম৷ যাঁরা বিয়ে না করেই বাবা বনেছিলেন৷ Photo- Representative
advertisement
2/6
টিম ইন্ডিয়ার দারুণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বিয়ের আগেই বাবা হন৷ ২০২০ সালে তাঁর গার্লফ্রেন্ড নাতাশ স্ট্যানকোভিচ পুত্র সন্তানের জন্ম দেন৷ Photo- Collected
টিম ইন্ডিয়ার দারুণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বিয়ের আগেই বাবা হন৷ ২০২০ সালে তাঁর গার্লফ্রেন্ড নাতাশ স্ট্যানকোভিচ পুত্র সন্তানের জন্ম দেন৷ Photo- Collected
advertisement
3/6
ক্যারিবিয়ান রাজ্যের তারকা প্রাক্তন তিনি৷ তিনি ভিভিয়ান রিচার্ডস৷ নীনা গুপ্তার সঙ্গে লিভইন করেছিলেন৷ কোনও দিনই তাঁরা বিয়ে করেননি৷ কিন্তু মাসাবা নামে তাঁদের মেয়ে রয়েছে৷ লিভইন সম্পর্কে থাকার সময়েই তিনি মাসাবা-র বাবা হন৷ Photo- Collected
ক্যারিবিয়ান রাজ্যের তারকা প্রাক্তন তিনি৷ তিনি ভিভিয়ান রিচার্ডস৷ নীনা গুপ্তার সঙ্গে লিভইন করেছিলেন৷ কোনও দিনই তাঁরা বিয়ে করেননি৷ কিন্তু মাসাবা নামে তাঁদের মেয়ে রয়েছে৷ লিভইন সম্পর্কে থাকার সময়েই তিনি মাসাবা-র বাবা হন৷ Photo- Collected
advertisement
4/6
 জো রুটের গার্লফ্রেন্ড কৈরী কার্টলের সঙ্গে লিভইন সম্পর্কে থাকার সময়েই বাবা হয়ে যান৷ বিয়ের আগেই তাঁর সেই সময়ের পার্টনার ও বর্তমানের স্ত্রী মিষ্টি কন্যা সন্তানের জন্ম দেন৷ Photo- Collected
জো রুটের গার্লফ্রেন্ড কৈরী কার্টলের সঙ্গে লিভইন সম্পর্কে থাকার সময়েই বাবা হয়ে যান৷ বিয়ের আগেই তাঁর সেই সময়ের পার্টনার ও বর্তমানের স্ত্রী মিষ্টি কন্যা সন্তানের জন্ম দেন৷ Photo- Collected
advertisement
5/6
 অজি মডেল ক্যান্ডিস, ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের স্ত্রী৷ বিয়ের আগে দুজন লিভইন করতেন৷ ২০১৫ তে বিয়ের এক বছর আগেই ডেভিড ওয়ার্নার এক সন্তানের বাবা হয়ে গিয়েছিলেন৷ Photo- Collected
অজি মডেল ক্যান্ডিস, ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের স্ত্রী৷ বিয়ের আগে দুজন লিভইন করতেন৷ ২০১৫ তে বিয়ের এক বছর আগেই ডেভিড ওয়ার্নার এক সন্তানের বাবা হয়ে গিয়েছিলেন৷ Photo- Collected
advertisement
6/6
 ক্রিস গেইল ওয়েস্টইন্ডিজের ধামাকা ব্যাটসম্যান৷ তাঁর সামনে দুনিয়ার সেরা বোলাররাও ভয়ে থাকেন৷ গেইলও বিয়ের বছর খানেক আগেই বাবা হয়ে যান৷ Photo- Collected
ক্রিস গেইল ওয়েস্টইন্ডিজের ধামাকা ব্যাটসম্যান৷ তাঁর সামনে দুনিয়ার সেরা বোলাররাও ভয়ে থাকেন৷ গেইলও বিয়ের বছর খানেক আগেই বাবা হয়ে যান৷ Photo- Collected
advertisement
advertisement
advertisement