Viral Video: Toss-র মধ্যেই মাঠে Chris Gayleকে ঠ্যালা, ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনরা অবাক

Last Updated:

ম্যাচের টসের (Toss) সময় সেই কাণ্ড ঘটিয়েছেন তিন ক্রিকেটার৷ স্বাভাবিকভাবেই এই মুহূর্তে সেই হতবাক করা কাণ্ডের ভিডিও ভাইরাল ভিডিও (Viral Video) হয়ে গেছে৷

Viral Video: abu dhabi t10 league chris gayle flips coin for dwayne bravo- Photo Courtesy-
Viral Video: abu dhabi t10 league chris gayle flips coin for dwayne bravo- Photo Courtesy-
#কলকাতা:  আবুধাবি টি টেন লিগের (Abu Dhabi T10 League) রোমাঞ্চকর অভিযান শুরু হয়ে গেছে৷ প্রথম দিন থেকে দুরন্ত ক্রিকেট ম্যাচের সাক্ষী হচ্ছেন ক্রিকেট ফ্যানরা৷ শনিবার লিয়াম লিভিংস্টোনের দাপুটে ব্যাটিং দেখেছে দুনিয়া৷  লিভিংস্টোন মাত্র ২৩ বলে ৬৮ রান করে আবুধাবির দলকে বড় জয় এনে দেন৷ লিভিংস্টোনের ব্যাটিং ছাড়া এদিন ফ্যানরা ক্রিস গেইল (Chris Gayle), ডয়েন ব্র্যাভো ও ফ্যাফ ডু প্লেসিকে এক আজব কাণ্ড করতে দেখেন৷ ম্যাচের টসের  (Toss) সময়  সেই কাণ্ড ঘটিয়েছেন তিন ক্রিকেটার৷ স্বাভাবিকভাবেই এই মুহূর্তে সেই হতবাক করা কাণ্ডের ভিডিও ভাইরাল ভিডিও  (Viral Video) হয়ে গেছে৷
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
আসলে  আবুধাবি বনাম নর্দান ওয়ারিয়র্স ম্যাচের ঠিক পরেই এই মাঠেই আরেকটি ম্যাচের টস ছিল৷ যা ডয়েন ব্র্যাভোর দিল্লি বুলসের সঙ্গে ফ্যাফ ডু প্লেসির বাংলা টাইগার্সের মধ্যে ছিল৷ দুই দলের অধিনায়কই টসের (Toss) জন্য তৈরি ছিলেন৷ ভাইরাল ভিডিও  (Viral Video) পার্ট টু দেখে নিন৷
advertisement
এই টসের সময়েই ঘটে সেই রোমাঞ্চকর ঘটনা৷ আবুধাবি টি টেন লিগে  (Abu Dhabi T10 League) ক্রিস গেইল সেখানে পৌঁছে যান৷ ম্যাচ রেফারি নিজে কয়েন ফ্লিপ করে টস (Toss)  করানোর বদলে ক্রিস গেইলকে কয়েন ফ্লিপ করে টস করতে বলেন৷ ক্রিস গেইল দারুণভাবে দায়িত্ব পালন করেন৷
গেইল কয়েন ফ্লিপ করে তাঁর বন্ধু ব্র্যাভো টসে (Toss)  জিতে যায়৷ এরপর দুজনে আনন্দ ফূর্তি করেন৷ গেইল ডু প্লেসিকে গলা মেলাতে গেলে তিনি ইউনিভার্স বসকে ধাক্কা দিয়ে দেন৷ আর টস (Toss)  করতে বলেন৷ এই ঘটনার ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে৷ এই ম্যাচ দিল্লি বুলস ৬ উইকেটে জিতে নেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: Toss-র মধ্যেই মাঠে Chris Gayleকে ঠ্যালা, ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনরা অবাক
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement