সম্প্রতি একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার আলোচনায় যোগ দিয়েছিলেন বিরাট ও অনুষ্কা। সেখানে নানা মজাদার মুহূর্ত নিয়ে আলোচনা হয়। সেখানে বিরাট কোহলি ব্যাটিং করার সময় অনুষ্কা প্রতিপক্ষ দলে থাকলে কীভাবে স্লেজিং করতেন তা করে দেখাতে বলা হয়। এরপর ভিডিওতে দেখা যায় বিরাট কোহলি ব্যাটিং স্টান্স নিচ্ছেন, পিছনে উইকেটকিপারের ভূমিকায় থাকা অনুষ্কা বলেন,”চলো…চলো বিরাট…আজ ২৪ এপ্রিল….আজ তো রান করে নে…” প্রসঙ্গত এটি বলার কারণ ২৩ এপ্রিল আইপিএল কেরিয়ারে ৩টি শূন্য রয়েছে কোহলির। সেটা নিয়েই স্লেজি করেন অনুষ্কা।
advertisement
মাঠ হোক আর মাঠের বাইরে। স্লেজিংয়ের পাল্টা জবাব দিতে ২ বার ভাবেননি বিরাট কোহলি। অনুষ্কাকে পাল্টা কোহলি বলেন,যত রান তোমার দল এপ্রিল, জুন, জুলাইয়ে করেছে তার থেকে বেশি আমার ম্যাচ রয়েছে।” এরপর হেসে লুটিয়ে পড়েন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। শুধু কোহলিকে স্লেজিং করাই নয়, প্রতিপক্ষের উইকেট পড়ার পর কীভাবে কোহলি সেলিব্রেট করেন তারও নকল করে দেখান অনুষ্কা শর্মা। এছাডা একাধিক মজাদার বিষয় নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে।
আরও পড়ুনঃ Virat Kohli on Shubman Gill: গিলের সেঞ্চুরির পর কোহলির ‘আজব’ প্রতিক্রিয়া! তোলপার নেট দুনিয়া
প্রসঙ্গত, বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা আলোচনায় থাকা ভারতীয় দলের দম্পতিদের মধ্যে থাকা অন্যতম। তারকা জুটি ও তাদের মেয়েকে নিয়ে একসঙ্গে কাটানো নানা মুহূর্ত প্রায়শই নেট দুনিয়ায় ঝড় তোলে। তবে বিরাট কোহলিকে অনুষ্কার মজা করার এমন ভিডিও খুব একটা দেখা যায় না। যা মনে ধরেছে নেটিজেনদের।
