KKR Captain : কেকেআরের ক্যাপ্টেন এবার কে? রাহানের নাম বাদের খাতায়! নাইটদের নতুন অধিনায়ক হতে পারেন যে দু'জন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
KKR : কেকেআর কি এবারও রাহানেকেই ক্যাপ্টেন হিসেবে রাখবে! নাকি নতুন কারও হাতে তুলে দেওয়া হবে ক্যাপ্টেন্সির ব্যাটন! নাইট ম্যানেজমেন্ট কিন্তু এই ব্যাপারে ধোঁয়াশা রেখেই দিয়েছে।
advertisement
1/7

অনেকেই বলছেন, আইপিএল ২০২৬-এর জন্য সব থেকে ব্যালান্সড টিম করেছে কেকেআর। এখন দেখার, মরশুম শুরু হলে সেই টিম কেমন পারফর্ম করে! ইতিমধ্যে কেকেআরের কোচ বদলেছে। চন্দ্রকান্ত পণ্ডিতের জায়গায় নতুন কোচ অভিষেক নায়ার।
advertisement
2/7
শ্রেয়স আইয়ারের পর কেকেআরের ক্যাপ্টেন হয়েছিলেন অজিঙ্ক রাহানে। ব্যাট হাতে গত মরশুমে তাঁর পারফরম্যান্স ভালই ছিল। তবে রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল।
advertisement
3/7
এবার দেখে নেওয়া যাক ২০২৬ আইপিএলের জন্য কোন ক্রিকেটারদের রিটেইন করেছে কেকেআর- রিঙ্কু সিং, অঙ্গকৃশ রঘুবংশী, রোভম্য়ান পাওয়েল, অজিঙ্কা রাহানে, মণীশ পাণ্ডে, সুনীল নারিন, রমনদীপ সিং, অনুকূল রয়, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব অরোরা, উমরান মালিক।
advertisement
4/7
কেকেআর এবার কোন ক্রিকেটারদের দলে নিয়েছে দেখে নিন- ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথিশা পাথিরানা, তেজস্বী সিং, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠী, টিম সেইফার্ট, মুস্তাফিজ়ুর রহমান, সার্থক রঞ্জন, দক্ষ কামরা, রাচিন রবীন্দ্র এবং আকাশ দীপ।
advertisement
5/7
এখন প্রশ্ন হচ্ছে, কেকেআর কি এবারও রাহানেকেই ক্যাপ্টেন হিসেবে রাখবে! নাকি নতুন কারও হাতে তুলে দেওয়া হবে ক্যাপ্টেন্সির ব্যাটন! নাইট ম্যানেজমেন্ট কিন্তু এই ব্যাপারে ধোঁয়াশা রেখেই দিয়েছে।
advertisement
6/7
সমর্থকদের একাংশ মনে করছে, এবার রিঙ্কুর হাতে তুলে দেওয়া হতে পারে ক্যাপ্টেন্সির ব্যাটন। নিলামে কেকেআর যে সব ক্রিকেটারদের দলে নিয়েছে তাদের মধ্যে কেউই এর আগে কোনও দলের ক্যাপ্টেন ছিলেন না। ফলে মনে করা হচ্ছে, কেকেআর রিটেইন করা ক্রিকেটারদের মধ্যে থেকেই ক্যাপ্টেন বাছবে।
advertisement
7/7
গত বছর অজিঙ্কে রাহানেকে ২ কোটিতে কিনে তাঁকেই দলের অধিনায়ক বানিয়েছিল ফ্রাঞ্চাইজি। তবে, কৌশলগত ভুল, মাঝপথে দল পরিচালনায় দ্বিধা এবং বোলারদের পরিচালনার অভাবে দলের পারফরম্যান্স তলানিতে ঠেকেছিল। যদিও ব্যাটিং ভাল পারফর্ম করেছিলেন জিঙ্কস। এবার কি তাঁকে সরিয়ে নতুন কাউকে ক্যাপ্টেন করবে কেকেআর! আরও একটা নাম ভাসছে। ক্যামেরন গ্রিন। রেকর্ড টাকায় তাঁকে নিয়েছে নাইটরা।