TRENDING:

Viral News: মাঠের মধ্যেই সতীর্থ ক্রিকেটারকে সপাটে থাপ্পড় পাক প্লেয়ারের, ভাইরাল ভিডিও

Last Updated:

এক বিতর্কিত ঘটনা পিএসএল ২০২২ কে ভাইরাল নিউজ (Viral News) করে দিয়েছে৷ মাঠের মধ্যেই সতীর্থ ক্রিকেটারকে থাপ্পড় মারা একেবারে ভাইরাল ভিডিও (Viral Video)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : পাকিস্তান সুপার লিগ  (PSL)  ময়দানের বাইরের নানা বিবাদ এবং কিছু শানদার ম্যাচের জন্য সব জায়গায় শিরোনাম ছিনিয়ে নিচ্ছে৷ অ্যালেক্স হেলস এবং পল স্টার্লিং-র মতো ক্রিকেটাররা নিজস্ব কারণে পিএসএল ২০২২ (PSL 2022) থেকে সরে গিয়েছেন৷ অজি অলরাউন্ডার জেমস ফকনার টাকা না পাওয়ার অভিযোগে টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছেন৷ ফকনার হোটেল প্রপার্টির ক্ষতিও করেছেন বলে অভিযোগ৷ হোটেল স্টাফদের সঙ্গে খারাপ ব্যবহারও করেন৷ কিন্তু এরপরেও আরও এক বিতর্কিত ঘটনা পিএসএল ২০২২ কে ভাইরাল নিউজ (Viral News) করে দিয়েছে৷ মাঠের মধ্যেই সতীর্থ ক্রিকেটারকে থাপ্পড় মারা একেবারে ভাইরাল ভিডিও (Viral Video)৷
Viral News- Photo Courtesy- PSL/Twitter Video Grab
Viral News- Photo Courtesy- PSL/Twitter Video Grab
advertisement

লাহোর কলন্দর্সের পেসার হারিস রউফ  ( Haris Rauf )  ম্যাচ চলাকালীন নিজের সতীর্থ ক্রিকেটার কামরান গুলামকে মাঠেই ধাঁই করে থাপ্পড় মেরে দেন৷ রউফকে গত মাসে মহেন্দ্র সিং ধোনি  (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের জার্সি গিফট করেছিলেন৷ আসলে গুলাম লেগ সাইডে রউফের বলে পেশোয়ার জালমি-র হজরতুল্লাহ জজেইয়ের ক্যাচ ফেলে দেন৷ তারপর এই ওভারের শেষ বলে ফাওয়াদ আহমেদ ভালো ক্যাচ ধরে মহম্মদ হারিসকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন৷

advertisement

আরও পড়ুন - Wriddhiman Saha Controversy: ‘কে কেন এইরকম ট্যুইট করল’-ঋদ্ধিমান সাহার সঙ্গে সরাসরি কথা বলবে BCCI

সেলিব্রেশন চলাকালীন থাপ্পড় ভাইরাল নিউজ (Viral News)

advertisement

এই ক্রিকেটের আনন্দ তখন হচ্ছিল যখন গুলাম হাই ফাইভ করতে রউফের কাছে যান৷ তখনই পেসার তাঁকে ঠাস করে থাপ্পড় মেরে দেন৷ এরপরে কামরান গুলাম যদিও হাসছেন দেখা যাচ্ছিল কিন্তু হারিস তাঁকে দেখছেন এরকম দেখা যায়৷ এই ঘটনার পর গুলাম ১৭তম ওভারে পেশোয়ারের অধিনায়ক ওয়াহাব রিজায়কে শানদার রানআউট করেন তখন তাঁকে গলা জড়িয়ে ধরেন রউফ৷ তবে মাঠে এভাবে সতীর্থ ক্রিকেটারকে থাপ্পড় মারার জন্য তাঁকে কোনও শাস্তির মুখেও পড়তে হতে পারে৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও৷

advertisement

দেখুন ভাইরাল ভিডিও  (Viral Video)

সেরা ভিডিও

আরও দেখুন
অন্ধকারে ঢেকে যায় গোটা গ্রাম, দাউদাউ করে জ্বলে মশাল, তারপরই বেরয় বড়মা-ছোটমা সঙ্গে ভৈরব
আরও দেখুন

পিএসএল (PSL) ২০১৬ তে ওয়াহাব রিজায় আহমদ শাহজাদকে ধাক্কা দিয়েছিলেন আর প্রায় পিটিয়েই দিয়েছিলেন৷ তিনি আউট হওয়ার পর ডাগআউটে ফেরত যাওয়ার সময় নিজের ব্যাট দেখিয়ে বোলারকে উস্কানি দেন৷ এরপরে শাহজাদের ম্যাচ ফ-র ৩০ শতাংশ এবং রিজায়ের ম্যাচ ফি-র ৪০ শতাংশ কাটা গিয়েছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Viral News: মাঠের মধ্যেই সতীর্থ ক্রিকেটারকে সপাটে থাপ্পড় পাক প্লেয়ারের, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল