সাতের দশকের শুরুতে খিদিরপুর ক্লাবের জার্সি গায়ে তাঁর কলকাতা ময়দানে আবির্ভাব। প্রথম বড় ক্লাব মোহনবাগান হলেও, ১৯৭৪ সালে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেন তিনি। এরপর টানা ৫ বছর, অর্থাৎ ১৯৭৯ সাল পর্যন্ত তিনি ছিলেন লাল-হলুদ বাহিনীর অপরিহার্য ফুটবলার। তাঁর পায়ের জাদুতে মোহিত ছিলেন বাংলার ফুটবলপ্রেমীরা ৷ ১৯৮০ সালে সই করেন মহমেডানে। পরের বছর ফের মোহনবাগানে। খেলেন তিন বছর।
advertisement
আরও পড়ুন-আপনারও এই পাঁচটি কারণে চুল পড়ছে না তো? দেখে নিন মিলিয়ে
শুধু লাল হলুদ জার্সি গায়ে নয়, সন্তোষ ট্রফিতে বাংলাকে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন করতে তাঁর বড় ভূমিকা ছিল। এমনকী, ভারতীয় দলের জার্সি গায়ে এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করার কৃতিত্বও রয়েছে সুরজিতের।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ জানুয়ারি ভর্তি হন কলকাতার এক বেসরকারি হাসপাতালে ৷ শরীরে অক্সিজেনের মাত্রা কম ছিল বলেই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ শ্বাসকষ্ট এবং প্রচণ্ড কাশিও হচ্ছিল সুরজিৎ সেনগুপ্তর ৷ অবস্থা ক্রমেই আরও খারাপ হয় ৷ শ্বাসকষ্টও বাড়তে থাকে ৷ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে কৃত্রিম ব্যবস্থা নেওয়া হয়েছিল ৷ শেষপর্যন্ত বেশ কয়েকদিন ভেন্টিলেশনে থাকার পর মৃত্যু হল সাতের দশকের শিল্পী ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের ৷