এক যাত্রায় পৃথক ফল কী করে হয়! ভারতীয় পুরুষ ক্রিকেটারদের জন্য বাড়ি গিয়ে করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে বিসিসিআই। কিন্তু মহিলা ক্রিকেটারদের ক্ষেত্রে এরকম কিছুই হবে না। তাঁদের করোনা টেস্ট করাতে হবে নিজেদের উদ্যোগে। পুরুষ ক্রিকেটারদের মধ্যে অনেকেরই তিনবার করে করোনা টেস্ট হয়েছে। কিন্তু মহিলা ক্রিকেটারদের জন্য এমন দ্বিচারিতা কেন! বিসিসিআই-এর তরফে মহিলা ক্রিকেটারদের জানানো হয়েছে, নিজে থেকে টেস্ট করিয়ে এলে তবেই রিপোর্ট দেখে তাঁদের জৈব সুরক্ষা বলয়ে থাকার অনুমতি দেওয়া হবে।
advertisement
এর আগেও বহু ক্ষেত্রে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের ক্ষেত্রে দ্বিচারিতার অভিযোগ উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। তবে এবারের অভিযোগ যেন সব কিছু ছাপিয়ে গিয়েছে। ১৯ মে-র মধ্যে মহিলা দলের ক্রিকেটারদের বায়ো বাবলে প্রবেশ করতে হবে, এমনই জানিয়ে দিয়েছে বিসিসিআই। পুরুষ দলের ক্রিকেটারদেরও একই দিনে মুম্বইতে কোয়ারেন্টাইন থাকতে হবে। তাঁদেরও করোনা টেস্টের ব্যবস্থা করেছিল বোর্ড। মুম্বইতে কোয়ারেন্টাইনে প্রবেশ করার আগে আরও একবার ভারতীয় দলের পুরুষ ক্রিকেটারদের টেস্ট হবে। কিন্তু মহিলা ক্রিকেটারদের ক্ষেত্রে এসব কিছুই করা হয়নি।
১৬ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও টি-২০ খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল। পুরুষদের ভারতীয় দলও ইংল্যান্ড সফরে যাবে। কিন্তু জুন মাসে যাওয়ার ইংল্যান্ড সফরে যাওয়ার আগে দুই দলকেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার আগে করোনা টেস্টের রিপোর্টও জমা দিতে হবে। এদিন অশ্বিন, ওয়াশিংটনের সঙ্গে একই বিমানে চেন্নাই থেকে মুম্বই পৌছলেন মিতালি রাজ।
