এই ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে যে প্লেয়াররা অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সী এই ওপেনার ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলেন। তিনি ৬৭ বল খেলে ৭২ রান করেন। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা। মাত্র ৩০ বলেই তিনি অর্ধশতরান পূর্ণ করেন। এর মাধ্যমে বৈভব অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অর্ধশতরান করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন।
advertisement
ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও বৈভব সবাইকে মুগ্ধ করেন। ম্যাচের ২৬তম ওভারে তিনি বাউন্ডারির কাছে দাঁড়িয়ে একটি অবিশ্বাস্য ক্যাচ ধরেন। ছক্কার জন্য যাওয়া বল প্রথমে ধরলেও ভারসাম্য হারান তিনি। তখন বলটি হাওয়ায় ছুড়ে দিয়ে আবার মাঠের ভেতরে ফিরে এসে দ্বিতীয়বার বলটি ধরে নেন। এই ক্যাচের ফলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান মহম্মদ সামিউন বাসির রতুল আউট হয়ে যান। বৈভবের ক্যাচ মনে করায় টি-২০ বিশ্বকাপের ফাইনালে সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য ক্যাচকে।
আরও পড়ুনঃ IND vs NZ: ফাইনাল ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে বদল! এন্ট্রি নিতে পারেন সারপ্রাইজ প্লেয়ার
বৈভবের এই ক্যাচ ও ব্যাটিং পারফরম্যান্সে ভারতীয় দল ও সমর্থকদের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর ক্যাচের ভিডিও ভাইরাল এবং চারদিকে প্রশংসার বন্যা বইছে। এত অল্প বয়সে এমন পারফরম্যান্স করে বৈভব সূর্যবংশী প্রমাণ করে দিলেন, ভবিষ্যতে তিনি ভারতীয় ক্রিকেটের বড় তারকা হতে পারেন।
