TRENDING:

US Open 2022: নজির গড়ে ইউএস ওপেনের পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন রাজীব রাম ও সৈলসবরি জুটি

Last Updated:

সৈলসবরি ও রাম ওয়েসলে কুলহোফ এবং নীল স্কুপস্কি জুটিকে ৭-৬(৪) , ৭-৫ হারালেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইয়র্ক: ব্রিটেনের জো সৈলিসবরি এবং ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার প্লেয়ার রাজীব রামের জুটি সরাসরি সেটে জয় হাসিল করে নিয়ে পরপর ২ বার ইউএস ওপেন খেতাব ধরে রাখল৷ পুরুষদের ডাবলস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন তাঁরা৷ সৈলসবরি ও রাম ওয়েসলে কুলহোফ এবং নীল স্কুপস্কি জুটিকে ৭-৬(৪) , ৭-৫ হারালেন৷ এটা পেশাদার টেনিস শুরু হওয়ার পর মাত্র দ্বিতীয়বার এরকম হল যখন ইউএস ওপেনের পুরুষদের ডাবলসে নিজেদের খেতাব ধরে রাখতে পারলেন৷
us open 2022
us open 2022
advertisement

সৈলিসবরি জয়সূচক শটটি খেলেন৷ এরপর হাত হাওয়ায় ঘুরিয়ে নিজের পার্টনার রামের সঙ্গে গলা মেলেন৷ মহারাণী  এলিজাবেথ দ্বিতীয়ের মৃত্যুর কারণে ব্রিটিশ প্লেয়ার বেশি উচ্ছ্বাসে ভাসতে পারেননি৷ এদিনের ম্যাচে তিনি কালো আর্মব্যান্ড বেঁধে খেলতে নেমেছিলেন৷

আরও পড়ুন - US Open 2022: ২১ বছরে একের পর এক কামাল, ইউএস ওপেন জিতলেন ইগা

advertisement

তিনি বলেছিলেন, ‘‘এটা দারুণভাবে আনন্দ করার সময় নয়, কারণ দেশে সকলেই দুঃখে রয়েছে৷ নিশ্চিতভাবে আমরা আমাদের সাফল্যে খুশি, কিন্তু তার সঙ্গে এটা দুঃখেরও সময়৷ ’’ সৈলসবরি এই জয় নিশ্চিত করেনষ তারা ডাবলসে পুরুষ ক্রমতালিকার এক নম্বর জায়গাটা ধরে রাখতে পারবেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই জয়ের পর সৈলিসবরি এবং রাম শীর্ষে থাকা জুটি অস্ট্রেলিয়ার টড উডব্রিজ এবং মার্ক বুডফোর্ডের রেকর্ডের বরাবর করে ফেলেন৷ এর আগে ১৯৯৫ এবং ১৯৯৬ সালে পরপর ২ বার এই ভাবে ইউএস ওপেনে পুরুষদের ডাবলস ট্রফি জিতেছিলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
US Open 2022: নজির গড়ে ইউএস ওপেনের পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন রাজীব রাম ও সৈলসবরি জুটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল