TRENDING:

US Open 2022: নজির গড়ে ইউএস ওপেনের পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন রাজীব রাম ও সৈলসবরি জুটি

Last Updated:

সৈলসবরি ও রাম ওয়েসলে কুলহোফ এবং নীল স্কুপস্কি জুটিকে ৭-৬(৪) , ৭-৫ হারালেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইয়র্ক: ব্রিটেনের জো সৈলিসবরি এবং ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার প্লেয়ার রাজীব রামের জুটি সরাসরি সেটে জয় হাসিল করে নিয়ে পরপর ২ বার ইউএস ওপেন খেতাব ধরে রাখল৷ পুরুষদের ডাবলস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন তাঁরা৷ সৈলসবরি ও রাম ওয়েসলে কুলহোফ এবং নীল স্কুপস্কি জুটিকে ৭-৬(৪) , ৭-৫ হারালেন৷ এটা পেশাদার টেনিস শুরু হওয়ার পর মাত্র দ্বিতীয়বার এরকম হল যখন ইউএস ওপেনের পুরুষদের ডাবলসে নিজেদের খেতাব ধরে রাখতে পারলেন৷
us open 2022
us open 2022
advertisement

সৈলিসবরি জয়সূচক শটটি খেলেন৷ এরপর হাত হাওয়ায় ঘুরিয়ে নিজের পার্টনার রামের সঙ্গে গলা মেলেন৷ মহারাণী  এলিজাবেথ দ্বিতীয়ের মৃত্যুর কারণে ব্রিটিশ প্লেয়ার বেশি উচ্ছ্বাসে ভাসতে পারেননি৷ এদিনের ম্যাচে তিনি কালো আর্মব্যান্ড বেঁধে খেলতে নেমেছিলেন৷

আরও পড়ুন - US Open 2022: ২১ বছরে একের পর এক কামাল, ইউএস ওপেন জিতলেন ইগা

advertisement

তিনি বলেছিলেন, ‘‘এটা দারুণভাবে আনন্দ করার সময় নয়, কারণ দেশে সকলেই দুঃখে রয়েছে৷ নিশ্চিতভাবে আমরা আমাদের সাফল্যে খুশি, কিন্তু তার সঙ্গে এটা দুঃখেরও সময়৷ ’’ সৈলসবরি এই জয় নিশ্চিত করেনষ তারা ডাবলসে পুরুষ ক্রমতালিকার এক নম্বর জায়গাটা ধরে রাখতে পারবেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এই জয়ের পর সৈলিসবরি এবং রাম শীর্ষে থাকা জুটি অস্ট্রেলিয়ার টড উডব্রিজ এবং মার্ক বুডফোর্ডের রেকর্ডের বরাবর করে ফেলেন৷ এর আগে ১৯৯৫ এবং ১৯৯৬ সালে পরপর ২ বার এই ভাবে ইউএস ওপেনে পুরুষদের ডাবলস ট্রফি জিতেছিলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
US Open 2022: নজির গড়ে ইউএস ওপেনের পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন রাজীব রাম ও সৈলসবরি জুটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল