আরও পড়ুন - Gavaskar on Rishabh Pant : ভবিষ্যতের টেস্ট অধিনায়ক হিসেবে ঋষভ পন্থকেই দেখতে চান গাভাসকার
ভারতের জুনিয়র দলের অধিনায়ক, পরিষ্কার করে বললে অনূর্ধ্ব উনিশ ক্যাপ্টেন ইয়াশ ধুল ভবিষ্যতের সুপারস্টার। তার প্রতিভা নিয়ে সন্দেহ ছিল না। ভিনু মানকর টুর্ণামেন্টে এর আগে প্রচুর রান করেছিলেন। এশিয়া কাপে দুর্দান্ত ব্যাট করতে না পারলেও, ওয়েস্ট ইন্ডিজে এসে দুটি প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অর্ধশত রান করেছিলেন।
advertisement
আরও পড়ুন - IND vs SL: ভারতীয় দলে বড় রদবদল, খোলনলচে আমূল বদলে যাওয়ার সম্ভবনা
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠলেন। অনবদ্য ৮২ রানের ইনিংস উপহার দিলেন ইয়াশ ধুল। মারলেন ১১ টি বাউন্ডারি। সবচেয়ে বড় কথা যেভাবে নিজের ইনিংস সাজালেন তাতে স্পষ্ট খেলার সময় রান তোলার ব্যাপারটা তিনি সঠিকভাবে হিসাব রাখতে জানেন। বিরাট কোহলি এবং উন্মুখ চাঁদের পর দিল্লি থেকে জুনিয়র ক্রিকেটের তৃতীয় অধিনায়ক ইয়াশ। তার দুই পূর্বসূরী চ্যাম্পিয়ন হয়েছিলেন টুর্ণামেন্টে। ইয়াশ কী পারবেন তাদের স্পর্শ করতে?
উত্তরটা সময় দেবে। কিন্তু এই ছেলে ভবিষ্যতের বিরাট কোহলি হতে পারে এমনটা মনে করছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় বিরাটের পাশে তার একটি কভার ড্রাইভ খেলার ছবি ছাপা হয়েছে। দেখে মনে হচ্ছে অবিকল যেন বিরাট ব্যাট করছেন। স্টাইল অনেকটাই এক। মূলত প্রথমেই দুটি উইকেট হারিয়ে ভারত চাপে পড়ে গেলেও অধিনায়কোচিত ইনিংস উপহার দেন ইয়াশ। তাকে যোগ্য সহায়তা করেন শেখ রশিদ, কৌশল তামবে এবং সিন্ধু।
তারপর ভিকি অস্তওয়ালের পাঁচ উইকেট ভারতকে ম্যাচ জয় করতে সাহায্য করে। ইয়াশ জানেন ভারত যখন যে কোন টুর্নামেন্টে খেলতে যায় তারা চ্যাম্পিয়ন হবে, এমনটাই প্রত্যাশা করে দেশবাসী। কিন্তু অতিরিক্ত ভেবে চাপ বাড়াতে রাজি নন। নিজের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী তিনি। তবে বিরাট কোহলির সঙ্গে তুলনা ভুলেও মন দিতে চান না। অধিনায়ক হিসেবে সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে চান।
ইয়াশ মনে করেন নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে ভারত চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে। কোচ ঋষিকেশ কানিতকার বুঝিয়েছেন কিভাবে আবেগ নিয়ন্ত্রণে রাখতে হয়। বেঙ্গালুরুর এনসিএতে রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার পরামর্শ পেয়েছেন। জয় দিয়ে শুরু করতে পেরে খুশি অধিনায়ক। বুধবার ভারতের দ্বিতীয় ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে।