প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৭ বলে ৯২ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন শ্বেতা শেরায়ত। সেই ফর্ম দ্বিতীয় ম্যাচেও ধরে রেখে লাগাতার অর্ধশতরান করলেন তিনি। আরব আমিরশাহির বিরুদ্ধে ৪৯ বলে ৭৪ রান করেন শ্বেতা। ইনিংসে ১০টি চার মারেন তিনি। অপরদিকে, প্রথম ম্যাচে ১৬ বলে ৪৫ রান করার পর ইউএই-এ বিরুদ্ধে ৩৪ বলে ৭৮ রানের আরও এক বিধ্বংসী ইনিংস খেলেন শেফালি ভার্মা। ১২টি চার ও ৪টি ছয়ে সাজানো তার ইনিংস। ওপেনিং জুটিতে ১১১ রান যোগ করেন শেফালি ও শ্বেতা। রিচা ঘোষ করেন ২৯ বলে ৪৯।
advertisement
আরও পড়ুনঃ আর সমালোচনা নয়, এবার কোহলিকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী করলেন সুনীল গাভাসকর
২২০ রানের পাহাড় প্রমাণ টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৯৭ করে সংযুক্ত আরব আমিরশাহি। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন মাহিকা গৌর ও ২৪ রান করেন লাবণ্য কেনি। ভারতের হয়ে একটি করে উইকেট নেন শবনম এমডি, তিতাস সাধু, মান্নত কাশ্যপ ও পর্শভি চোপড়া। ১২২ রানে জয় পায় মহিলা টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-এর শীর্ষে উঠে এল ভারতীয় দল।