ওড়িশায় কাজ করতে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকরা হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে৷ শুধু ওড়িশা নয়, অন্যান্য রাজ্য থেকেও বাঙালি হেনস্থার অভিযোগ উঠছে৷ ওড়িশায় গিয়ে হেনস্থার শিকার হওয়া বাঙালি শ্রমিকদের পক্ষ থেকেই কলকাতা হাইকোর্টে হিবিয়াস করপাস মামলা দায়ের করা হয়৷ রজ্জাক শেখ-সহ বেশ কয়েকজন হেনস্থার শিকার হওয়া বেশ কয়েক জন পরিযায়ী শ্রমিক এই মামলা দায়ের করেন৷
advertisement
ওড়িশা, অসম, মহারাষ্ট্র, হরিয়ানার মতো একাধিক রাজ্যে বাঙালির প্রতি এই বিদ্বেষমূলক মানসিকতা নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই প্রসঙ্গ এদিন তোলা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে। জানতে চাওয়া হয়, এই ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া কী!
আরও পড়ুন- এত টাকা আয় কর দিলেন সৌরভ! শুনলে মাথা ঘুরবে, দাদার এখন বছরে কত আয় জানেন?
সৌরভ বলেন, “আমি এই রাজ্যে বড় হয়েছি, আমি এখান থেকেই সব কিছু করেছি। কলকাতা আমার প্রিয় শহর। অন্য কোথায় কী হচ্ছে আমি বলতে পারব না।” বাঙালিরা অন্য রাজ্যে হেনস্থার শিকার নিয়ে প্রশ্ন করা হলে এমনটাই ছিল মহারাজের প্রতিক্রিয়া। এই বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে চাননি তিনি।
এদিন আয়কর দপ্তরের ১৬৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ভারত-ইংল্যান্ড চলতি টেস্ট ম্যাচে তাঁর চোখে ভারতই ফেভারিট। তিনি বলেন, প্রথম ইনিংসে ৪০০ রান করতে পারলে ভারত সুবিধাজনক অবস্থায় থাকবে। ঋষভ পন্থের চোট নিয়ে কিছুটা চিন্তায় প্রাক্তন ভারত অধিনায়ক।