টমাস কাপের ৭৩ বছরের ইতিহাসে প্রথম বার জিতল ভারত। জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অভিনন্দন জানিয়েছেন খেলোয়াড়দের। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ইতিহাস তৈরি করল ভারতীয় ব্যাডমিন্টন দল। ভারতের থমাস কাপ জয়ে উচ্ছ্বসিত গোটা দেশ। অভিনন্দন এবং শুভকামনা আমাদের দুর্দান্ত দলকে। এই জয় অন্য খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করবে।
প্রধানমন্ত্রীর ট্যুইটে অত্যন্ত খুশি হন লক্ষ্য সেন৷ তিনি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান৷
advertisement
এদিকে শুধু ট্যুইট নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় শাটলার দলকে ফোনও করেন৷ সূদূর ব্যাঙ্ককে টুর্নামেন্ট খেলতে যাওয়া ভারতীয় দলের সদস্যরা খোদ প্রধানমন্ত্রীর ফোন পেয়ে একেবারে অভিভূত৷
আরও পড়ুন - Purba Bardhaman News: বিশালাকায় দৈত্যের অত্যাচারে জেরবার, ষাঁড়কে জব্দ করতে নাস্তানাবুদ
ব্যাডমিন্টনের কার্যত বিশ্বকাপ ধরা হয় থমাস কাপকে৷ ৩-২ জেতার পর এমনিতেই দারুণ আনন্দিত ছিলেন লক্ষ্য সেন, কিদম্বি শ্রীকান্তরা৷ সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন যেন বাড়তি বুস্টার ছিল৷
শুনে নিন নরেন্দ্র মোদি ফোনে ভারতীয় সোনা জয়ী ছেলেদের ঠিক কী বলেছিলেন৷
প্রায় দশ মিনিটের মতো ভারতীয় শাটলারদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
ব্যাডমিন্টন দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। এর আগেও বিশ্ব পর্যায়ে অনেক স্মরণীয় পারফরম্যান্স করেছেন ব্যাডমিন্টন খেলোয়াড়রা। তবে থমাস কাপ জয় যেন সব সাফল্যকে ছাপিয়ে গিয়েছে।