তবে ক্রিকেট মাঠের বাইরেও তিনি বহুবার সংবাদের শিরোনামে এসেছেন—ব্যক্তিগত জীবনের নানা বিতর্কের কারণে। তিনি তিনবার বিয়ে করেছেন, কিন্তু কোনও বিয়েই টেকেনি। প্রথম স্ত্রী সুমুদু করুনানায়েকের সঙ্গে তাঁর সম্পর্ক ছয় মাসের বেশি স্থায়ী হয়নি। এরপর স্যান্ড্রা ডিসিলভার সঙ্গে বিয়ে হলেও ২০১২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের তিন সন্তান রয়েছে। তৃতীয় বিয়ে করেন অভিনেত্রী মালিকা সিরিসেনাকে, কিন্তু সেই সম্পর্কও ভেঙে যায়। অভিযোগ রয়েছে, সম্পর্ক ভেঙে যাওয়ার পর জয়সূর্য প্রতিশোধের উদ্দেশ্যে মালিকার ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দেন।
advertisement
একদিকে মাঠে ব্যাট হাতে প্রতিপক্ষকে কাঁপানো এক যোদ্ধা, অন্যদিকে ব্যক্তিগত জীবনে সম্পর্ক ও বিতর্কে জর্জরিত সনথ জয়সূর্য যেন এক জটিল চরিত্র। তাঁর ক্রিকেট কেরিয়ার যতটা গর্বের, ব্যক্তিগত জীবন ততটাই আলোচনার কেন্দ্রবিন্দু। তবুও, ক্রিকেটপ্রেমীদের কাছে তিনি চিরকাল স্মরণীয় থাকবেন তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য।
আরও পড়ুনঃ IND vs ENG: এজবাস্টনে ভেঙে যাবে বিরাট কোহলির রেকর্ড? বড় সুযোগ ঋষভ পন্থের সামনে
প্রসঙ্গত, সনথ জয়সূর্য নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ১১০টি টেস্ট ও ৪৪৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে তিনি ১৪টি সেঞ্চুরির সাহায্যে ৬৯৭৩ রান করেছেন, আর ওয়ানডেতে তাঁর রান সংখ্যা ১৩৪৩০, যেখানে রয়েছে ২৮টি শতরান। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ৪৪০টি উইকেট। ২০১১ সালে অবসর ঘোষণা করেন তিনি। ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জয়সূর্য।