সেই ছবিতে মাথায় টুপি পরা ওয়ার্নকে দেখা যাচ্ছে। তাঁর মুখে চওড়া হাসি। ওয়ার্ন কিছুদিনের জন্য থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন। ২৬ ফেব্রুয়ারি কোহ সামুই-তে সমুজানা ভিলা -য় ছবি পোস্ট করেছিলেন তিনি৷ তবে, হলের পরবর্তী পোস্ট ছিল ৫ মার্চ। যেদিন ওয়ার্নের সঙ্গে ছবি দিয়ে তিনি ক্যাপশনে লেখেন, "এত দুঃখজনক ঘটনা! আজ আর কোন কথা নেই।"
advertisement
আরও পড়ুন- মাঠের মধ্যেই প্যান্ট ফেটে কেলেঙ্কারি, পাকিস্তান ক্রিকেটারের ভিডিও ভাইরাল
খোলা চিঠিতে হল লিখেছেন, "শেনকে যারা চিনতেন তারা জানে ওর অবিশ্বাস্য রসবোধের কথা। ওর হাসি, চোখের চাউনি ছিল উজ্জ্বল।" ওয়ার্নের শেষ দিনগুলির কথা বর্ণনা করে হল আবেগপ্রবণ হয়ে পড়েছেন। থাইল্যান্ডে ক্রিকেট আইকনের সাথে তাঁর কাটানো মুহূর্তগুলি শেয়ার করেছেন তিনি। ওয়ার্নের সঙ্গে তাঁর সম্পর্ক যা ১৫ বছরেরও বেশি সময় ধরে ছিল। নিজেদের বন্ধুত্বের কথাও লিখেছেন হল।
“এখানে আমাদের মধ্যে কেউই জানে না যে শেন একজন ডাক্তারের কাছে গিয়েছিলেন। যদিও কিছদিন ধরে ওর বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। আর সেটা ও একজন বন্ধুর সঙ্গে শেয়ার করেছিল। ওর ওজন কিছুটা বেশি ছিল। আর সেই জন্য সমস্যা হচ্ছিল বলে মনে করেছিল শেন। তবে ও ডায়েটে ছিল। বলছিলেন হল।
৫২ বছর বয়সী ওয়ার্নকে থাইল্যান্ডে হোটেলের রুমে মৃত অবস্থায় পাওয়া যায়। যেখানে তিনি ছুটি কাটাচ্ছিলেন। তাঁর ম্যানেজার জেমস এরস্কাইন জানিয়েছেন, কিংবদন্তি স্পিনার গত কয়েক মাস ধরে ডায়েট করছিলেন। ওজন কমানোর সবরকম চেষ্টা করেছিলেন ওয়ার্ন। মৃত্যুর আগে ১৪ দিন ধরে শুধু তরল খাচ্ছিলেন তিনি।
আরও পড়ুন- বিসমা- আলিয়ার লড়াইকে হাওয়ায় উড়িয়ে পাকের বিরুদ্ধে সহজ জয় অস্ট্রেলিয়ার
রবিবার থাই পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে ওয়ার্নের বুকে ব্যথা হয়েছিল। তবে তিনি সেটা উপেক্ষা করছিলেন।
