Viral News: মাঠের মধ্যেই প্যান্ট ফেটে কেলেঙ্কারি, পাকিস্তান ক্রিকেটারের ভিডিও ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral News: দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)
#রাওয়ালপিন্ডি: পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (Pak vs Aus) টেস্ট ম্যাচের সিরিজ চলছে৷ এই টেস্ট পাকিস্তানের জন্য ঐতিহাসিক৷ কারণ ২৪ বছর বাদে পাকিস্তানে খেলতে গেছে অস্ট্রেলিয়া৷ রাওয়ালপিন্ডি খেলা হচ্ছে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের চতুর্থদিনে এক ভারি অদ্ভুত ঘটনা ঘটল৷ মাঠে যা প্রায় দেখাই যায় না এমন এক ঘটনা ঘটে গেল৷ বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের সময়ে শান মসুদ যখন ডাইভ মারেন তখন তাঁর পরণের প্যান্ট বা ট্রাউজারটি ফেটে যায়৷
এই ঘটনাটি ঘটে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচে অস্ট্রেলিয়া ইনিংসের ১২৩ তম ওভারে নওমান আলি বল করছিলেন৷ এতে অজি ক্রিকেটার অ্যালেক্স কেরি রিভার্স সুইপ করেন৷ পরিবর্ত ক্রিকেটার হিসেবে নামা শান মসুদ বাউন্ডারি যাওয়া থেকে বল আটকাতে গেলে হয় কেলেঙ্কারি৷ এই সময়ে মাঠের মধ্যেই তাঁর প্যান্ট ফেটে যায়৷
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
advertisement
#PAKvAUS #PakistanBachanaHai Trousers of Shan Masood gets torn down as he slips in a bid to stop boundary. pic.twitter.com/BC3ff8VhAO
— Baseer Ahmed (@journoBaseer) March 7, 2022
এদিকে ভাইরাল ভিডিওতে এক সে বড়কর এক মজাদার কমেন্ট আসতে শুরু হয়ে গেছে৷ আর সেই থেকেই ঝড় শুরু হয়ে গেছে৷ একজন ইউজার লিখেছেন নিশ্চয় সাধারণ পাউডার দিয়ে প্যান্ট কাচেন শান৷
advertisement
কেউ আবার বলেন শান এত তেজ ফিল্ডিং যেন না দেন যাতে প্যান্ট ফেটে যায়৷ এই টেস্ট ম্যাচে ৪ উইকেটে ৪৭৬ রান করে ডিক্লেয়ার দেন৷ অস্ট্রেলিয়ার ৪৫৯ রানে প্রথম ইনিংসে অলআউট হয়ে যায়৷ নওমান আলি পাকিস্তানের হয়ে ১০৭ রানে ৬ উইকেট হয়ে যায়৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2022 5:16 PM IST