Viral News: মাঠের মধ্যেই প্যান্ট ফেটে কেলেঙ্কারি, পাকিস্তান ক্রিকেটারের ভিডিও ভাইরাল

Last Updated:

Viral News: দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)

Viral News: Pak cricketer Shan Masood trouser torn during Pak vs Aus match, Viral Video- Photo Courtesy- Twitter/ Video Grab
Viral News: Pak cricketer Shan Masood trouser torn during Pak vs Aus match, Viral Video- Photo Courtesy- Twitter/ Video Grab
#রাওয়ালপিন্ডি: পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া  (Pak vs Aus) টেস্ট ম্যাচের সিরিজ চলছে৷ এই টেস্ট পাকিস্তানের জন্য ঐতিহাসিক৷ কারণ ২৪ বছর বাদে পাকিস্তানে খেলতে গেছে অস্ট্রেলিয়া৷ রাওয়ালপিন্ডি খেলা হচ্ছে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের চতুর্থদিনে এক ভারি অদ্ভুত ঘটনা ঘটল৷ মাঠে যা প্রায় দেখাই যায় না এমন এক ঘটনা ঘটে গেল৷ বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের সময়ে শান মসুদ যখন ডাইভ মারেন তখন তাঁর পরণের প্যান্ট বা ট্রাউজারটি ফেটে যায়৷
এই ঘটনাটি ঘটে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচে অস্ট্রেলিয়া ইনিংসের ১২৩ তম ওভারে নওমান আলি বল করছিলেন৷ এতে অজি ক্রিকেটার অ্যালেক্স কেরি রিভার্স সুইপ করেন৷ পরিবর্ত ক্রিকেটার হিসেবে নামা শান মসুদ বাউন্ডারি যাওয়া থেকে বল আটকাতে গেলে হয় কেলেঙ্কারি৷ এই সময়ে মাঠের মধ্যেই তাঁর প্যান্ট ফেটে যায়৷
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
advertisement
এদিকে ভাইরাল ভিডিওতে এক সে বড়কর এক মজাদার কমেন্ট আসতে শুরু হয়ে গেছে৷ আর সেই থেকেই ঝড় শুরু হয়ে গেছে৷ একজন ইউজার লিখেছেন নিশ্চয় সাধারণ পাউডার দিয়ে প্যান্ট কাচেন শান৷
advertisement
কেউ আবার বলেন শান এত তেজ ফিল্ডিং যেন না দেন যাতে প্যান্ট ফেটে যায়৷ এই টেস্ট ম্যাচে ৪ উইকেটে ৪৭৬ রান করে ডিক্লেয়ার দেন৷ অস্ট্রেলিয়ার ৪৫৯ রানে প্রথম ইনিংসে অলআউট হয়ে যায়৷ নওমান আলি পাকিস্তানের হয়ে ১০৭ রানে ৬ উইকেট হয়ে যায়৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral News: মাঠের মধ্যেই প্যান্ট ফেটে কেলেঙ্কারি, পাকিস্তান ক্রিকেটারের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement