এই ম্যাচে রবীন্দ্র জাদেজা করেন অপরাজিত ১০৭ রান। ওয়াশিংটন সুন্দর করেন অপরাজিত ১০১ রান। শুভমান গিল ১০৩ রান।কেএল রাহুল ৯০ রান। এই পার্টনারশিপ ও দলগত প্রচেষ্টায় ভারত প্রায় হারতে বসা ম্যাচ ড্র করতে সক্ষম হয়।
ওয়াশিংটন সুন্দর তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম শতরান করেছেন, তাও আবার ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে! তিনি ২০৬ বল খেলে অপরাজিত ১০১ রান করেন। ১টি ছক্কা ও ৯টি চারে সাজানো দুর্দান্ত ইনিংস।
advertisement
ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা মিলে গড়েন ২০৩ রানের অপরাজিত জুটি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই ইনিংস ও পার্টনারশিপের মাধ্যমে তাঁরা ভারতকে হার বাঁচিয়ে ড্র করতে সাহায্য করেন। এমন ইনিংস খেলে ওয়াশিংটন সুন্দর রাতারাতি তারকা। এই ইনিংস তাঁর কেরিয়ারে একটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন- IND vs ENG: রাতারাতি বড় পরিবর্তন ভারতীয় দলে, ম্যাঞ্চেস্টার টেস্ট শেষ হতেই বড় সিদ্ধান্ত
অনেকেই জানেন না, ওয়াশিংটন সুন্দর একটি কানে শুনতে পান। মাত্র ৪ বছর বয়সে তাঁর এই সমস্যার ধরা পড়ে। সুন্দর নিজেই তাঁর মা-বাবাকে জানান, তাঁর এক কানে সমস্যা হচ্ছে। বহু হাসপাতালে চিকিৎসার পর জানা যায়, এই সমস্যার স্থায়ী সমাধান নেই। এই সমস্যার কারণে সুন্দরকে অনেকবার সমস্যার মুখে পড়তে হয়েছে। উল্লেখ্য, মাত্র ১১ বছর বয়স থেকে তিনি ক্রিকেট খেলা শুরু করেন।
প্রথম টেস্ট শতরান করার পর ওয়াশিংটন সুন্দর বলেন, “সত্যি বলতে, এটা এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা কঠিন।” ওয়াশিংটন জানান, কোচ গৌতম গম্ভীর ম্যাচের আগে তাঁকে বলেছিলেন “সারাদিন লড়াই করতে হবে, কোনও ভুল নয়। ম্যাচ ড্র করানোই টার্গেট।”
ওয়াশিংটন বলেন, “আমার লক্ষ্য ছিল টিকে থাকা, ধৈর্য দেখানো।”