TRENDING:

ক্যানসার আক্রান্ত দিদির চিকিৎসা করাতে গিয়ে দেরি, ৫০০ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে ইডেনে এলেন ভারতীয় এই ক্রিকেটার

Last Updated:

কোলনের ক্যান্সারে আক্রান্ত দিদি । মারণ রোগের সঙ্গে দাঁতে দাঁত চেপে যুদ্ধ করে চলেছেন ভাই। চিকিৎসার সমস্ত দায়িত্ব বহন করছেন। দিদিই যে তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কোলনের ক্যান্সারে আক্রান্ত দিদি । মারণ রোগের সঙ্গে দাঁতে দাঁত চেপে যুদ্ধ করে চলেছেন ভাই। চিকিৎসার সমস্ত দায়িত্ব বহন করছেন। দিদিই যে তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা।
সাসারাম থেকে গাড়ি চালিয়ে সোজা কলকাতায়
সাসারাম থেকে গাড়ি চালিয়ে সোজা কলকাতায়
advertisement

তিনি, আকাশ দীপ। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলে উত্থান, পরিচিতি, এবং প্রতিষ্ঠা। বাংলার জার্সিতে ধারাবাহিকতা দেখিয়ে ভারতীয় দলে সুযোগ। ইংল্যান্ড সফরে বলে-ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স। বার্মিংহামে ১০ উইকেট নিয়ে ভারতের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন। ওভালে ব্যাট হাতে লড়াকু হাফসেঞ্চুরিতে প্রশস্ত হয়েছিল শুভমন গিলদের টেস্ট জয় ও সিরিজ ড্র করে ফেরার রাস্তা।

advertisement

ফের বাংলার জার্সিতে নামতে চলেছেন আকাশ। রঞ্জি ট্রফিতে বুধবার থেকে ইডেনে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচ বাংলার। সেই ম্যাচে বাংলার বোলিং আক্রমণের অন্যতম ভরসা ডানহাতি পেসার। ক্রিকেট মাঠের লড়াইয়ের পাশাপাশি যাঁকে মাঠের বাইরেও এক লড়াইয়ে লড়তে হচ্ছে। যে করেই হোক, ক্যান্সারের মারণকামড় থেকে দিদিকে বাঁচানোর চ্যালেঞ্জ।

বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল মুগ্ধ হয়েছিলেন আকাশের দায়বদ্ধতা দেখে। লক্ষ্মী বলেছিলেন, “আকাশের দিদির কেমোথেরাপি পড়ে গিয়েছে। তাই ও বাড়তি দু’দিন ছুটি চেয়ে নিয়েছিল। ইডেনে আমাদের প্রস্তুতি শিবিরে দিন দুয়েক পরে যোগ দিল। ওর দায়বদ্ধতা দেখে দলের সকলেই মুগ্ধ।”

advertisement

ইডেনে সোমবার সকালে নেটে দীর্ঘক্ষণ বোলিং করলেন আকাশ। প্র্যাক্টিসের শেষে বলছিলেন, “দিদির কোলনের ক্যান্সার। ১২টা কেমোথেরাপি করা হবে। দশম কেমোথেরাপিটা করিয়ে এলাম। লখনউয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। আগের চেয়ে ভাল আছে। ঈশ্বরের কাছে সকলে প্রার্থনা করছি।”

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বিহারের সাসারামে বাড়ি আকাশ দীপের। বাংলার ম্যাচ থাকলে কলকাতায় আসেন। দিদির চিকিৎসার জন্য নির্ধারিত সময়ে কলকাতায় আসতে পারেননি। বলছিলেন, ‘সাসারাম থেকে গাড়িতে করে এলাম। প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার রাস্তা। ৮-৯ ঘণ্টা মতো লাগল। প্রথম দেড়শো কিলোমিটার আমি গাড়ি চালিয়েছি। তারপর ড্রাইভার ছিলেন। মাঝে একটা জায়গাতেই দাঁড়িয়েছিলাম। দুর্গাপুরে আমার এক বন্ধুর বাড়িতে। তারপর সোজা কলকাতা।’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ক্যানসার আক্রান্ত দিদির চিকিৎসা করাতে গিয়ে দেরি, ৫০০ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে ইডেনে এলেন ভারতীয় এই ক্রিকেটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল