তবে অনেকেরই অজানা যে ভারতের বেশ কিছু কিংবদন্তি ক্রিকেটার কখনও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেননি। আজ যাঁরা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অসাধারণ সাফল্যের জন্য পরিচিত, তাঁদের অনেকেই এই যুব বিশ্বকাপের মঞ্চে নামার সুযোগ পাননি। তা সত্ত্বেও তাঁরা নিজেদের প্রতিভা ও পরিশ্রমে ভারতীয় ক্রিকেটে ইতিহাস গড়েছেন।
এই তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় এবং অনিল কুম্বলের মতো তারকা ক্রিকেটাররা। এছাড়াও মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহের মতো আধুনিক যুগের সেরা খেলোয়াড়রাও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে পারেননি। হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবও এই তালিকায় রয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ সৌরভের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে বিশ্বরেকর্ড, ১৮ জানুয়ারি ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক দিন
এই তথ্য থেকেই স্পষ্ট, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কোনও খেলোয়াড়ের ভবিষ্যৎ নির্ধারণ করে না। প্রতিভা, কঠোর পরিশ্রম ও সুযোগ পেলে যে কেউ আন্তর্জাতিক স্তরে সফল হতে পারে। বর্তমান অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের জন্য এটি বড় অনুপ্রেরণা, কারণ আজকের তরুণরাই আগামী দিনের ভারতীয় ক্রিকেটের তারকা হয়ে উঠবে।
