এবার ক্রিকেটারদের ছুটি আটকাতে নতুন পথ নিল বিসিসিআই। তবে তাতে আখেরে লাভ হল ক্রিকেটারদেরই। এবার থেকে টেস্ট খেললে আরও বেশি টাকা পাবেন ভারতীয় ক্রিকেটাররা।
টেস্ট ক্রিকেট খেলা খেলোয়াড়দের জন্য বড় ঘোষণা করেছে বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। ভারতীয় দলের জয়ের পরই একটি পোস্ট করেছেন বিসিসিআই সচিব জয় শাহ।
advertisement
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) সেক্রেটারি জয় শাহ ‘টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম’ ঘোষণা করেছেন। ম্যাচ ফি-র উপরে অতিরিক্ত পুরষ্কার পাবেন ক্রিকেটাররা।
আরও পড়ুন- ৫ ভারতীয় তারকার অবসর! শেষবারের মতন নামবেন মাঠে? মন ভাঙতে চলেছে ফ্যানেদের
২০২২-২৩ মরসুম থেকে ‘টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম’ চালু হবে। টেস্ট ম্যাচের জন্য ম্যাচ ফি-র উপরে একটি অতিরিক্ত পুরষ্কার থাকবে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ঘোষণা করেছেন এই স্কিম। ওয়ারিবহাল মহল বলছে, মূলত ক্রিকেটারদের ছুটি আটকাতেই এই পদক্ষেপ।
বিসিসিআই একটি মরসুমে সাত বা তার বেশি টেস্ট ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রতি ম্যাচের ফি বর্তমানে ১৫ লাখ টাকা। তা বাড়িয়ে ৪৫ লাখ টাকা করা হয়েছে।
৫০ শতাংশ ম্যাচে প্লেয়িং-১১-এ অংশ নেওয়া খেলোয়াড়রা প্রতি ম্যাচে মোট ৩০ লাখ টাকা পাবেন। একই সংখ্যক ম্যাচে দলের অংশ হিসেবে থাকা খেলোয়াড়রা প্রতি ম্যাচে ১৫ লাখ টাকা পাবেন।
আরও পড়ুন- দীপ্তির হ্যাটট্রিক, গ্রেস হ্যারিসের ম্যাচ উইনিং ওভার, দিল্লিকে ১ রানে হারাল ইউপি
কোনো খেলোয়াড় ৫০ শতাংশের কম ম্যাচ খেললে তিনি ইনসেন্টিভ পাবেন না। প্রতি ম্যাচে শুধুমাত্র ম্যাচ ফি হবে ১৫ লাখ টাকা।