দুবারই মিচেল স্টার্ক তাকে এল বিডব্লিউ করেছেন। আউটের ধরন দেখে প্রশ্ন উঠছে। রোহিত শর্মাকে জিজ্ঞেস করা হয়েছিল সূর্যকে কী তিন নম্বর ম্যাচে সুযোগ দেওয়া হবে? হাওয়ায় ভাসতে থাকে সঞ্জু স্যামসনের নাম। রোহিত পুরস্কার জানিয়ে দেন শুধু সূর্য কুমার নয়, টিম ম্যানেজমেন্ট যে ক্রিকেটারের দক্ষতায় বিশ্বাস রাখবে তাদের যথেষ্ট সুযোগ দেওয়া হবে।
advertisement
বিরাট কোহলি, রাহুলের ক্ষেত্রে হয়েছে। সূর্যের ক্ষেত্রেও হবে। রোহিত জানিয়ে দিয়েছেন একজন ক্রিকেটার যদি মনে মনে জানে অন্তত পাঁচ ছটা ম্যাচ সে সুযোগ পাবে নিজেকে প্রমাণ করতে তাহলে অনেক ঠান্ডা মাথায় খেলতে পারে। আর বাদ পড়ার ভয় থাকলে এমনিতেই পারফরম্যান্স আসবে না।
তাই দুটো ম্যাচ দেখে সূর্যকে বাদ দেবেন না পরিষ্কার করে দিয়েছেন ভারত অধিনায়ক। সূর্য কুমার এক অসাধারণ প্রতিভা সেটাও মনে করিয়ে দিয়েছেন রোহিত। তিনি স্পেশাল ব্যাটসম্যান। তাই সূর্যের বাদ পড়া সম্ভাবনা এই মুহূর্তে নেই সেটা নিশ্চিত ভাবেই বলা যায়।