বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন,”আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ভারতের জয় উদযাপন করা, কোনো তৃতীয় পক্ষ বা শত্রুভাবাপন্ন দেশের তৈরি করা বিতর্কে কান না দেওয়া।” এছাড়া তিনি আরও বলেন, “ভারত খুব সহজভাবে জিতেছে। আমাদের ছেলেরা দারুণ খেলেছে, সেটাই এখন উদযাপন করা উচিত।”
ম্যাচটি ছিল একতরফা, যেখানে ভারত পাকিস্তানকে সাত উইকেটে পরাজিত করে। এটি ছিল ভারতের টুর্নামেন্টে দ্বিতীয় জয়, যার ফলে তারা ‘সুপার ফোর’-এ জায়গা করে নেয়। ভারতীয় দলের এ ধরনের দুর্দান্ত পারফরম্যান্সের পর, বিতর্কের বদলে খেলোয়াড়দের প্রশংসা করা উচিত বলেই মনে করেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।
advertisement
প্রসঙ্গত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান। পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করেননি। পরে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, এটি ভারত সরকার ও বিসিসিআই-এর যৌথ সিদ্ধান্ত ছিল এবং দল সেই অনুযায়ীই পদক্ষেপ নিয়েছে।