TRENDING:

পাকিস্তানের সঙ্গে No Handshake বিতর্কে মুখ খুলল বিসিসিআই, বড় প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের!

Last Updated:

IND vs PAK: ব্যাটে-বলে ডমিনেট করে ভারত এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত। কিন্তু ম্যাচ শেষে ভারতীয় দল পাকিস্তান খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক না করায় তৈরি হয়েছে বিতর্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যাটে-বলে ডমিনেট করে ভারত এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত। কিন্তু ম্যাচ শেষে ভারতীয় দল পাকিস্তান খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক না করায় তৈরি হয়েছে বিতর্ক। এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল -এর চেয়ারম্যান মহসিন নকভি। এসিসি ও আইসিসির কাছে অভিযোগও জানিয়েছিল পিসিবি। তবে আখেরে কোনও লাভ হয়নি। এই পরিস্থিতিতে এবার মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড।
News18
News18
advertisement

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন,”আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ভারতের জয় উদযাপন করা, কোনো তৃতীয় পক্ষ বা শত্রুভাবাপন্ন দেশের তৈরি করা বিতর্কে কান না দেওয়া।” এছাড়া তিনি আরও বলেন, “ভারত খুব সহজভাবে জিতেছে। আমাদের ছেলেরা দারুণ খেলেছে, সেটাই এখন উদযাপন করা উচিত।”

ম্যাচটি ছিল একতরফা, যেখানে ভারত পাকিস্তানকে সাত উইকেটে পরাজিত করে। এটি ছিল ভারতের টুর্নামেন্টে দ্বিতীয় জয়, যার ফলে তারা ‘সুপার ফোর’-এ জায়গা করে নেয়। ভারতীয় দলের এ ধরনের দুর্দান্ত পারফরম্যান্সের পর, বিতর্কের বদলে খেলোয়াড়দের প্রশংসা করা উচিত বলেই মনে করেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।

advertisement

আরও পড়ুনঃ সব সীমা ছাড়াল পাকিস্তান! এবার ভারত অধিনায়ককে অশ্রাব্য ভাষায় গালি পাক তারকার! ভিডিও দেখলে রক্ত গরম হয়ে যাবে!

প্রসঙ্গত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান। পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করেননি। পরে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, এটি ভারত সরকার ও বিসিসিআই-এর যৌথ সিদ্ধান্ত ছিল এবং দল সেই অনুযায়ীই পদক্ষেপ নিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
পাকিস্তানের সঙ্গে No Handshake বিতর্কে মুখ খুলল বিসিসিআই, বড় প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল