তবে এ তো গেল থিমের পুজো। এর বাইরেও রয়েছে বনেদি বাড়ির দুর্গাপুজো। বীরভূমের মাড়গ্রামের রানি ভবানীর সময়কালের মজুমদার বাড়ির দুর্গাপুজো সেরকমই এক আয়োজন। জানা যায় এই পুজো শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৫০০-৬০০ বছর আগে। সেই থেকে আজও পুরনো রীতি মেনেই চলছে পুজো।
তবে অন্যান্য পুজোতে বলিদান প্রথা থাকলেও এই প্রাচীন পুজোতে নেই কোন বলির রীতি। কিন্তু এখানে মায়ের পুজোর ভোগে রয়েছে বিশেষত্ব। মজুমদার বাড়ির এক সদস্য সীমান্ত মজুমদার আমাদের জানান দুর্গাপুজোয় সপ্তমী অষ্টমী এবং নবমী-এই তিন দিন মাকে অন্নভোগে ১৩ রকমের ভাজা, ১৩ রকমের তরকারি,মোচার বড়া ভাজা,পাশাপাশি মোচার বড়া দিয়ে রসা,মুগ ডাল,আমসত্ত্ব দিয়ে চাটনি, পরমান্ন, এবং দারচিনি লবঙ্গ গেঁথে একখিলি পান ও এক গ্লাস জল দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হয়।
advertisement
আরও পড়ুন : ঘোষবাড়ির ঠাকুরদালানে ৪৫০ বছর ধরে ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে পূজিতা দশভুজা
এবং দশমীর দিন চিঁড়ে,দই,খই দিয়ে মাকে ফলাহার ভোগ নিবেদন করা হয়। সপ্তমী,অষ্টমী ও নবমী-এই তিনদিনে গোটা গ্রামে ১৫০০ থেকে ১৬০০ জন ভক্তকে ভোগ খাওয়ানো হয়ে থাকে। মাড়গ্রামের পাশাপাশি পর্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও বহু ভক্ত ছুটে আসেন দশভুজা দর্শনের জন্য।