TRENDING:

Hardik Pandya-Mahika Sharma: হার্দিক পান্ডিয়ার জীবনে নতুন প্রেম! বেডরুমে অর্ধনগ্ন মডেলের পিছনে ভারতীয় তারকা! এশিয়া কাপের মাঝেই বড় 'কাণ্ড'

Last Updated:
Hardik Pandya- রেডিটে মাহিকার একটি সেলফি পোস্ট হয়। অনেকে দাবি করছেন, সেই সেলফিতে মাহিকার পিছনে যে পুরুষের অবয়ব দেখা যাচ্ছে তিনি হার্দিক। এর মধ্যে হার্দিক এবং মাহিকা উভয়ই ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করা শুরু করেছেন।
advertisement
1/6
হার্দিক পান্ডিয়ার জীবনে নতুন প্রেম! বেডরুমে অর্ধনগ্ন মডেলের পিছনে ভারতীয় তারকা!
সুখের সংসার ছিল তাঁদের। তবে সেই সংসার এখন অতীত। জল্পনা, স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর তিনি এবার সম্পর্কে জড়িয়েছিলেন গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে।
advertisement
2/6
হার্দিক পান্ডিয়া নাকি প্রেম করছেন মডেল ও অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে! সেই মডেলের বয়স মাত্র ২৪। এই তরুণী কে? তা নিয়ে এখন অনেকের আগ্রহ প্রবল। মাহিকার সঙ্গে হার্দিকের সম্পর্কের জল্পনা শুরু হয়েছে একটি রেডিট পোস্ট থেকে।
advertisement
3/6
মাহিকার বেড়ে ওঠা দিল্লিতে। নেভি চিলড্রেন স্কুল থেকে স্কুলজীবন শেষ করার পর তিনি কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। পড়াশোনায় ছিলেন মেধাবী। হঠাৎ করেই মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের জল্পনা ছড়িয়েছে।
advertisement
4/6
রেডিটে মাহিকার একটি সেলফি পোস্ট হয়। অনেকে দাবি করছেন, সেই সেলফিতে মাহিকার পিছনে যে পুরুষের অবয়ব দেখা যাচ্ছে তিনি হার্দিক। এর মধ্যে হার্দিক এবং মাহিকা উভয়ই ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করা শুরু করেছেন।
advertisement
5/6
অস্কারজয়ী নির্মাতা অরল্যান্ডো ভন আইন্সিডেলের ‘ইনটু দ্য ডাক’ ও উমঙ্গ কুমারের ‘নারেন্দ্র মোদি’ (২০১৯) ছবিতে অভিনয়ও করেছেন মাহিকা। বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে দেখা গিয়েছে তাঁকে।
advertisement
6/6
মাহিকা বা হার্দিক— দু’জনের কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তবে অনেকে মনে করছেন, চলতি মাসে হার্দিকের বাড়িতেও গিয়েছিলেন মাহিকা। তিনি কয়েকটি গানের ভিডিও এবং স্বল্পদৈর্ঘ্যের ছবিতেও অভিনয় করেছেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Hardik Pandya-Mahika Sharma: হার্দিক পান্ডিয়ার জীবনে নতুন প্রেম! বেডরুমে অর্ধনগ্ন মডেলের পিছনে ভারতীয় তারকা! এশিয়া কাপের মাঝেই বড় 'কাণ্ড'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল