TRENDING:

বিরাট, রোহিত অতীত! ভারতকে সিরিজ জিতিয়ে দিল নতুন 'ক্যাপ্টেন'

Last Updated:

IND vs IRE 2nd T20: ভারতের সিরিজ জয়। তাও আবার নতুন ক্যাপ্টেনের নেতৃত্বে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জসপ্রিত বুমরাহের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে দিল। ৩ ম্যাচের সিরিজ পকেটে ভারতের।
advertisement

আয়ারল্যান্ডে সিরিজ জয়ের হ্যাটট্রিকও পূর্ণ করল ভারত। এর আগে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। জসপ্রিত বুমরাহও এবার যোগ দিলেন কোহলি ও পান্ডিয়ার সঙ্গে একই ক্লাবে।

ভারতের দেওয়া ১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান তোলে। তাদের দলের সর্বোচ্চ ৭২ রান করেন ওপেনার অ্যান্ড্রু বালবির্নি।

advertisement

আরও পড়ুন- রিঙ্কু সিং কঠিন লড়াইয়ের কৃতিত্ব দিচ্ছেন মাকে! ব্যাটে ঝড় তুলতে চান আজ

ভারতের হয়ে বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা ও রবি বিষ্ণোই দুটি করে উইকেট নেন। বিরাটের নেতৃত্বে টিম ইন্ডিয়া ২০১৮ সালে আয়ারল্যান্ডে T20 সিরিজ ২-০ জিতেছিল। এর পর ২০২২ সালে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ভারতীয় দল আয়ারল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল।

advertisement

ঋতুরাজ গায়কওয়াড়, সঞ্জু স্যামসন এবং রিংকু সিংয়ের আক্রমণাত্মক ইনিংসের দৌলতে ভারত ৫ উইকেটে ১৮৫ রান করে। গায়কওয়াড় ৪৩ বলে ৫৮ রান করেন এবং সঞ্জু স্যামসন ২৬ বলে ৪০। আইপিএলের তারকা রিংকু সিং ২১ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ৩৮ রান করেন।

ভারতীয় ইনিংসের শুরুটা আক্রমণাত্মক ছিল। ওপেনার যশস্বী জয়সওয়াল এদিন জশ লিটলের বলে দুটি চার ও একটি ছক্কা হাঁকান। ১১ বলে 18 রান করেন জয়সওয়াল।

advertisement

জয়সওয়াল আক্রমণাত্মক শুরুটাকে বড় ইনিংসে রূপান্তরিত করতে পারেননি। তিলক ভার্মা টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ। ৩৫ রানে ভারতের ২ উইকেট পড়ে গিয়েছিল। তার পর স্যামসন এবং গায়কওয়াড তৃতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়েন।

আরও পড়ুন- বিশ্বকাপে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচের নিরাপত্তা নিয়ে হাত তুলে দিল হায়দারাবাদ!

সেরা ভিডিও

আরও দেখুন
রেল বোর্ডের চেয়ারম্যানের পরিদর্শনের পরেই কাজে গতি! মিনি এয়ারপোর্ট-এর অপেক্ষায় মালদহ স্টেশন
আরও দেখুন

সোমবার এশিয়া কাপের জন্য ভারতীয় দল বাছাই হওয়ার কথা। এই পরিস্থিতিতে স্যামসনও দুর্দান্ত ইনিংস খেলে নিজের দাবি তুলে ধরেছেন। অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করলেন গায়কওয়াড়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
বিরাট, রোহিত অতীত! ভারতকে সিরিজ জিতিয়ে দিল নতুন 'ক্যাপ্টেন'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল