ODI World Cup: বিশ্বকাপে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচের নিরাপত্তা নিয়ে হাত তুলে দিল হায়দারাবাদ! মহা চিন্তায় বিসিসিআই
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
শেষ পর্যন্ত পাকিস্তান বনাম লঙ্কা ম্যাচ কোন শহরে হবে তা কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে
হায়দরাবাদ: কড়া নাড়ছে এশিয়া কাপ। তার কিছুদিন পর ভারতের মাটিতে শুরু হবে একদিনের বিশ্বকাপ। তার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের চিন্তা বাড়াল হায়দারাবাদ ক্রিকেট এসোসিয়েশন। বিসিসিআইয়ের রক্তচাপ বাড়াল তারা। সৌজন্যে পাকিস্তান বনাম শ্রীলংকা ম্যাচ। আগের সূচি অনুযায়ী, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ম্যাচটি ১২ অক্টোবর হওয়ার কথা ছিল। কিন্তু ভারত বনাম পাকিস্তান ম্যাচ একদিন এগিয়ে আসায় ১২ অক্টোবরের পরিবর্তে ১০ তারিখে বদলে দেওয়া হয়।
যা নিয়ে ফাঁপরে পড়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। বিসিসিআইকে চিঠি দিয়ে দুটি ম্যাচের মধ্যে ব্যবধান রাখার অনুরোধ জানিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওই দুটি ম্যাচের আগে ৬ অক্টোবর পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচ হওয়ার কথা উপলের রাজীব গান্ধি স্টেডিয়ামে। হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, পরপর দুটি ম্যাচের জন্য নিরাপত্তা দিতে তারা অপারগ।
Please @BCCI @JayShah @ianuragthakur @BCCIdomestic
We want one match in Indore holker cricket stadium..if Hyderabad want reschedule one match then you can swift one match in Indore…10 oct Pakistan vs srilanka or 9 oct Ned vs Nplease give one match to Indore @CMMadhyaPradesh pic.twitter.com/7LlvJwMY0n— Amaan Khan (@iamAmankhan17) August 20, 2023
advertisement
advertisement
বিশেষ করে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটির জন্য অতিরিক্ত নিরাপত্তা দিতে হবে। পরিস্থিতির বিবরণ দিয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছে মহম্মদ আজহারউদ্দিনের ক্রিকেট সংস্থা। গত ৫ অগস্ট সিএবির পক্ষ থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে সূচি বদলানোর আবেদন করা হয়েছিল বোর্ডের কাছে।
১২ নভেম্বর কালীপুজোর দিন ইডেন গার্ডেন্সে পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচটি হওয়ার কথা ছিল। তার আগেই নবরাত্রির জন্য ১৫ অক্টোবরের ভারত-পাক ম্যাচের দিন বদলানোর আবেদন করেছিল গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন। রাজ্য সংস্থাগুলির অনুরোধ মেনে নেয় বিসিসিআই। ৯ অগস্ট পরিবর্তিত সূচি প্রকাশ করা হয় আইসিসির তরফে।
advertisement
এখন দেখার হায়দারাবাদ ক্রিকেট সংস্থার এই অনুরোধ বিসিসিআই রাখতে পারে কিনা। ম্যাচের দিন পরিবর্তন হবে নাকি একই তারিখে অন্য মাঠে খেলা দেওয়া হবে তাই নিয়ে চলছে যোগাযোগ। শেষ পর্যন্ত পাকিস্তান বনাম লঙ্কা ম্যাচ কোন শহরে হবে তা কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 20, 2023 12:20 PM IST