Rinku Singh: রিঙ্কু সিং কঠিন লড়াইয়ের কৃতিত্ব দিচ্ছেন মাকে! ব্যাটে ঝড় তুলতে চান আজ
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
রিঙ্কু বলছেন তার পা সব সময় মাটিতেই থাকবে। জানেন ভারতীয় দলের সুযোগ পাওয়া কঠিন। কিন্তু টিকে থাকা আরও বেশি কঠিন
ডাবলিন: আইপিএলে তার উঠে আসার গল্পটা ছিল একটা নাটকের মত। এক গরিব ঘরের ছেলে অসম্ভবকে সম্ভব করে কেকেআরের জার্সিতে যেভাবে নিজেকে প্রমাণ করেছিলেন তাতে ভারতীয় ক্রিকেটে তৈরি হয়েছিল আলোড়ন। রিঙ্কু সিং নামটা এখন ঘরে ঘরে সবাই জানেন। জাতীয় দলের জার্সিই ছিল জীবনের প্রথম লক্ষ্য। শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে রিঙ্কু সিংয়ের।
২৫ বছর বয়সি বাঁহাতি ব্যাটার বলছেন, প্রথম লক্ষ্যে পৌঁছেছি। এবার নিজেকে উজাড় করে দেব দলের জন্য। টিম ইন্ডিয়ার নীল জার্সি গায়ে চাপানোর সময় রিঙ্কুর মনে পড়ছিল আর্থিক প্রতিকূলতা আর লড়াইয়ের দিনগুলোর কথা। তিনি বলেছেন, ছোটবেলা থেকে অনেক কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছি। আমার পরিবারকে তাই একটু স্বাচ্ছন্দ্য দিতে চেয়েছিলাম।
Kiran More said, “Rinku Singh has the potential to become a great finisher like MS Dhoni and Yuvraj Singh”. (JioCinema). pic.twitter.com/PRkqV5S60H
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 19, 2023
advertisement
advertisement
অনেক ঘাম ঝরিয়ে আজ এই জায়গায় পৌঁছেছি। প্রচুর সমস্যা ছিল। আর্থিক বাধার মুখোমুখিও হতে হয়েছে। কিন্তু নিজের প্রতি বিশ্বাস হারাইনি। সেটাই আমাকে মানসিকভাবে শক্ত করে তুলেছিল। জানতাম, সফল হতে পারলে দুঃখের দিনের অবসান ঘটবে। জাতীয় দলে ডাক পাওয়াকে মায়ের স্বপ্নপূরণ হিসেবে বর্ণনা করেছেন রিঙ্কু।
তাঁর কথায়, এত প্রতিকূলতা সত্ত্বেও আমার ক্রিকেটার হওয়ার নেপথ্যে বিশাল অবদান রয়েছে বাড়ির প্রত্যেকের। বিশেষ করে মায়ের অবদানের কথা বলে শেষ কারা যাবে না। আমার খরচ জোগানোর জন্য কখনও কখনও ধারও করতে হয়েছে তাঁকে।
advertisement
তবুও আমাকে সমানে উদ্দীপ্ত করেছেন তিনি। রিঙ্কু বলছেন তার পা সব সময় মাটিতেই থাকবে। জানেন ভারতীয় দলের সুযোগ পাওয়া কঠিন। কিন্তু টিকে থাকা আরও বেশি কঠিন। আগের দিন ব্যাটিংয়ের সুযোগ পাননি। আজ যদি ব্যাটিং করার সুযোগ আসে রান করতে মরিয়া থাকবেন রিঙ্কু।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 20, 2023 12:57 PM IST