সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সব বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন যুজবেন্দ্র চাহল। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়া হোক আর আইপিএলে আরসিবির তাঁকে ছেড়ে দেওয়া, সব কিছু নিয়েই মুখ খুললেন তারকা লেগ স্পিনার বলেন। ২০২১ বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে তিনি যে বাথরুমে গিয়ে অঝোরে কেঁদেছিলেন সেই কথাও জানান চাহাল। তিনি বলেন,”২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন সুযোগ পেলাম না তখন সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম। আমি খুব একটা কাঁদি না। কিন্তু সে দিন শৌচাগারে গিয়ে কেঁদেছিলাম। বাদ দেওয়ার সিদ্ধান্ত মানতে পারিনি।” কোহলির নেতৃত্বে এত ম্যাচ খেলার পরও সেই কোহলির দল থেকে বাদ পড়ে ভেঙে পড়েছিলেন বলেও জানিয়েছিেন চাহল।
advertisement
এছাড়াও ২০১৪ থেকে লাগাতার আরসিবির হয়ে খেলার পর হঠাৎ কেন আরসিবি তাঁকে ছেঁটে ফেলল সেই সিদ্ধান্তও তাঁকে অবাক করেছিল বলে জানিয়েছেন চাহল। আরসিবি টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত ভেঙে পড়েছিলেন বলেও জানিয়েছেন চাহল। কেন তাঁকে বাদ দেওয়া হয়েছিল সেই কারণ এখনও তাঁর কাছে অজানা বলে জানান চাহল। আরসিবি কর্তৃপক্ষ তাঁকে একবারও বিষয়টি ফোন না করে জানানোয় খারাপ লেগেছিল বলে জানিয়েছে চাহল। আরসিবি কথা দিয়ে কথা রাখেনি বলেও জানিয়েছেন চাহল। বলেন,”আমাকে কথা দেওয়া হয়েছিল, নিলামে আমার জন্য সব কিছু দিয়ে ঝাঁপাবে। কিন্তু নিলামের দিন যা হল, তার পর মাথা গরম হয়ে যাওয়াটাই স্বাভাবিক।” বর্তমানে রাজস্থান রয়্যালসে ক্রিকেট উপভোগ করছেন বলেও জানিয়েছেম চাহল।
প্রসঙ্গত, ভারতের হয়ে ৭২ টি একদিনের ম্যাচ খেলে ১২১টি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহল। এছাড়া টি-২০ ক্রিকেটে ৭৫ ম্যাচে ৯১টি উইকেট নিয়েছেন। যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। আর আইপিএলের ইতিহাসে অন্যতম সফল বোলার তিনি। ১৪৫ ম্যাচে ১৮৭টি উইকেট রয়েছে চাহলের ঝুলিতে। বর্তমানে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপে ভাল ফল করাই লক্ষ্য চারকা লেগ স্পিনারের।