ফিজিও তার আন্তর্জাতিক ভবিষ্যতের জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে মাথায় রেখে একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করেছেন, যার অধীনে তিনি ইংল্যান্ডে শুধুমাত্র তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন। অনেকের মতে, এখন সময় হয়েছে একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরির, কীভাবে এই গুরুত্বপূর্ণ পেসারকে ব্যবহার করা হবে। কারণ ইংল্যান্ড সফরেও বুমরাহ চোট
বুমরাহকে কাছ থেকে দেখেছেন এমন এক প্রাক্তন খেলোয়াড় জানিয়েছেন,দলে তার গুরুত্ব নিয়ে কোনো সন্দেহ নেই, তবে ম্যানেজমেন্ট এবং বোর্ডের উচিত এই বিষয়ে আলোচনা করা যে তাকে কীভাবে ব্যবহার করা হবে। সব ফরম্যাটে খেলা একজন বোলার হিসেবে, না কি তাকে এক বা দুইটি ফরম্যাটে মনোযোগ দিতে বলা হবে।
advertisement
প্রসঙ্গত, মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণা দেখিয়েছেন যে তারা ভারতের হয়ে টেস্ট ম্যাচ জিততে পারেন। সামনে এশিয়া কাপ, টি-২০ ও ওয়ানডে বিশ্বকাপ আসছে এবং দলের প্রধান পেসার বুমরাহকে সেগুলির জন্য প্রস্তুত রাখতে হবে। ঘরোয়া টেস্ট সিরিজের (ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে) জন্য আমাদের কাছে জাদেজার সঙ্গে ওয়াশিংটন এবং কুলদীপও রয়েছে, এবং সেখানে বুমরাহর ভূমিকা অতটা বড় নয়।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘হতে পারে বুমরাহকে এখন সাদা বলের ফরম্যাটে (ওয়ানডে ও টি-২০) বেশি মনোযোগ দিতে বলা হবে। আগামী দুই বছরে তার খেলার জন্য যথেষ্ট টি-২০ ও ওয়ানডে ম্যাচ রয়েছে। আইপিএল-ও আছে। সব ফরম্যাটে কিছু ম্যাচ খেলার বদলে, তাকে একটিতে পুরোপুরি খেলতে দেওয়া অনেক ভালো। এতে দলও উপকৃত হবে।’
আরও পড়ুনঃ ‘সেনাদের থেকে শিক্ষা নেওয়া দরকার’! ওভাল টেস্টের পরই ক্রিকেটারদের তোপ গাভাসকরের! কারণটা কী?
প্রসঙ্গত, জসপ্রীত বুমরাহর বয়স ৩১ পেরিয়ে গিয়েছে। সাম্প্রতিক কিছু সময়ে চোট সমস্যাতেও ভুগেছেন তিনি। ফলে টেস্ট ক্রিকেটের ধকল আর তিনি বেশি দিন নেবেন কিনা তা নিয়েও জল্পনা তৈরি হয়ে গিয়েছে। এখন দেখার নিজেকে ফিট রাখতে ও কেরিয়ার দীর্ঘিয়াতি করতে বুমরাহ নিজে কোন সিদ্ধান্ত নেয়।