মালতি তাঁর এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি গাড়ির ভিতরে বসে বলেন, “মুম্বইয়ের বৃষ্টি আমাকে দিশেহারা করে দিয়েছে। চারপাশে শুধু বৃষ্টির গন্ধ, আর তাতে আমার হাঁচি বন্ধ হচ্ছে না।” ভিডিওর মাঝখানে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলে তিনি বেশ আতঙ্কিত হয়ে পড়েন এবং বলেন, ছাতাও গাড়ির ডিকিতে রেখে এসেছেন, ফলে বাইরে যাওয়াই মুশকিল। নিজের এলার্জির সমস্যার কারণে চিন্তিত দীপক চাহারের বোন।
advertisement
প্রসঙ্গত, ২০১৮ সালে চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের এক ম্যাচে ক্যামেরায় ধরা পড়ে রাতারাতি ভাইরাল হন মালতি। তাঁকে ‘মিস্ট্রি গার্ল’ বলে ডাকা শুরু হয়, পরে জানা যায় তিনি দীপক চাহারের বোন। এই ম্যাচের পর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। রাতারাতি তাঁর ফ্যান-ফলোয়ার্স বহুগুণ বেড়ে যায়।
আরও পড়ুনঃ সূর্যকুমার যাদবের জায়গায় কে হবেন টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক? নাম ঠিক করে ফেলেছেন বোর্ড!
উত্তরপ্রদেশের আগ্রায় জন্ম নেওয়া মালতি পড়াশোনা করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু পরে ইঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয় ও মডেলিংয়ের জগতে পা রাখেন। বর্তমানে তিনি টেলিভিশন, ওয়েব সিরিজ এবং বলিউডে নিজের কেরিয়ার তৈরি করতে ব্যস্ত। মুম্বইয়ের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সক্রিয় থাকছেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন।