সুন্দর ইতিমধ্যেই New Zealand-এর বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। সেই সঙ্গে টি২০ ওয়ার্ল্ড কাপ ২০২৬-এও তার খেলা নিয়ে সন্দেহ আছে। সুন্দর চোট (সাইড স্ট্রেইন) পেয়েছিলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে বল করার সময়। তিনি পাঁচ ওভার বল করার পর ব্যথা নিয়ে মাঠ ছেড়ে যান, কিন্তু তবুও দলের হয়ে ৩০১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ৮ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন এবং ৭ বলে ৭ রান করে অপরাজিত ছিলেন।
advertisement
আরও পড়ুন: সচিনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বিরাট! একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে নজির কোহলির
ম্যাচ শেষ হওয়ার পর, BCCI জানিয়েছিল সুন্দর “বল করার সময় তার বাম পাশের নিচের পাঁজরে তীব্র অস্বস্তি অনুভব করেছেন” এবং তিনি বাকি দুই ওয়ানডে-তে খেলবেন না। কিন্তু এখন রিপোর্টে বলা হয়েছে, “পরবর্তী স্ক্যানের পর বোর্ড তাকে আরও পরীক্ষা ও পুনর্বাসনের জন্য Bengaluru-র Centre of Excellence (CoE)-তে রিপোর্ট করতে বলেছে।”
আরও পড়ুন: ৪ বছর পরে একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে কিং কোহলি! নীচে নামিয়ে দিলেন সতীর্থকেই
Cricbuzz-এর মতে, Sundar “সম্ভবত পুরোপুরি সুস্থ হতে পারবেন না” ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর আগে। Sundar-র জায়গায় Delhi-র ক্রিকেটার Ayush Badoni-কে ওয়ানডে স্কোয়াডে সোমবার নেওয়া হয়েছে, আর টি২০আই সিরিজে তার জায়গায় কে আসবেন, সেটা দেখার বিষয়।
