ম্যাচ খেললেও শুরু থেকেই সূর্যকুমার যাদবের শরীরী ভাষা ছিল অন্যরকম। টসের পর পাক অধিনায়কের সঙ্গে করমর্দনও করেননি সূর্য। ছয় মেরে ম্যাচ শেষে করে সাজঘরে যাওয়ার সময়ও পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারত অধিনায়ক। নিজের মত করে প্রতিবাদের ভাষা বেছে নেন সূর্যকুমার যাদব। আর পুরস্কার বিতরণীর সময় শেষে সূর্য যা করল তা সকলের মন ছুঁয়ে গিয়েছে।
advertisement
ভারত অধিনায়ক বলেন,”সঠিক সময়ে, আমরা পহেলগাঁও সন্ত্রাসী হামলার শিকার পরিবারগুলির পাশে দাঁড়াতে চাই। আমরা আমাদের সংহতি ও সমবেদনা প্রকাশ করছি। আমি এই জয় ভারতের সমস্ত সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করতে চাই যারা অসীম সাহসিকতা দেখিয়েছেন। আশা করি, তারা আমাদের অনুপ্রাণিত করে যাবেন এবং আমরা তাদের আরও গর্বিত করার মতো পারফরম্যান্স দিতে পারব, যাতে তাদের মুখে হাসি ফোটাতে পারি।”
IND vs PAK: ব্যাটে-বলে পাকিস্তানকে ফুৎকারে উড়িয়ে দিল ভারত, ৭ উইকেটে বিরাট জয় টিম ইন্ডিয়ার
প্রসঙ্গত, ম্যাচে ভারতের বিরুদ্ধে কোনও লড়াই দিতে পারেনি পাকিস্তান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৭ রান করে পাকিস্তান। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন কুলদীপ যাদব। এছাড়া ২টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ ও অক্ষর প্যাটেল, একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং বরুণ চক্রবর্তী। রান তাড়া করতে নেমে অভিষেক শর্মার ঝোড়ো ৩১, সূর্যকুমার যাদবের অপরাজিত ৪৭ এবং তিলক বর্মার ৩১ রানের ইনিংসের সৌজন্যে ২৫ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত।